Advertisement
Advertisement

Breaking News

Donald Trump

‘পরিণতি কী হয় দেখবেন…’, ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার উপর নয়া নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারি ট্রাম্পের

আর কী বললেন ট্রাম্প?

Donald Trump threatens new sanctions on Russia over Ukraine war

ফাইল ছবি

Published by: Subhodeep Mullick
  • Posted:September 4, 2025 10:10 am
  • Updated:September 4, 2025 10:10 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইতি টানতে বদ্ধপরিকর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক করেছেন দু’দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গেও। কিন্তু তাতেও কোনও সমাধান সূত্র মেলেনি। এই পরিস্থিতিতে যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। পাশাপাশি, শীঘ্রই যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার উপর নয়া নিষেধাজ্ঞা জারির হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, “আমাকে অসন্তুষ্ট করলে তার পরিণতি কী হয় দেখবেন।”

Advertisement

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “পুতিনের কাছে আমার কোনও বার্তা নেই। আমার অবস্থান সম্পর্কে তিনি অবহিত। এবার সিদ্ধান্ত তাঁর। পুতিনের সিদ্ধান্ত যাই হোক না কেন, এতে খুশি হব অথবা অসন্তুষ্ট হব। আর যদি আমরা এতে অসন্তুষ্ট হই, তাহলে তার পরিণতি কী হবে সেটা তিনি দেখতে পাবেন।” উল্লেখ্য, বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলতে পারেন ট্রাম্প। তবে পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ফের কোনও বৈঠক হবে কি না তা এখনও জানা যায়নি।

সম্প্রতি আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ঘণ্টা তিনেকের আলোচনার পরেও রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে কোনও সমাধান মেলেনি। তারপরই হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে আলোচনার টেবিলে বসেন জেলেনস্কি। সঙ্গে ছিলেন একাধিক ইউরোপীয় রাষ্ট্রপ্রধান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জানান, প্রয়োজনে ইউরোপীয় দেশগুলির নিরাপত্তার স্বার্থে যে কোনও সামরিক পদক্ষেপে নেতৃত্ব দিতে তৈরি আমেরিকা। শুধু তাই নয়, ইউক্রেনের প্রেসিডেন্টের পাশে থাকারও বার্তা দেন তিনি। এই পরিস্থিতিতে রাশিয়াকে ফের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement