Advertisement
Advertisement
Donald Trump

‘মোদি এখনও বন্ধুই’, বলছেন ট্রাম্প, ভারত-চিন-রাশিয়া অক্ষে কি আতঙ্কিত মার্কিন প্রেসিডেন্ট?

ফের নিজের বক্তব্য থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন ডোনাল্ড ট্রাম্প।

Donald Trump U turn about india say have not lost yet

ফাইল ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:September 6, 2025 9:57 am
  • Updated:September 6, 2025 9:57 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র একদিন! তাঁর মধ্যেই ফের নিজের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, “মোদি এখনও আমার বন্ধুই। কিন্তু আমি হতাশ।” শুক্রবার নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশালের এক পোস্টে তিনি লিখেছেন, ‘মনে হচ্ছে রাশিয়া ও ভারতকে অন্ধকার চিনের কাছে হারিয়ে ফেলেছি।’

Advertisement

রুশ তেল কেনায় ভারতের উপরে ক্ষুব্ধ ট্রাম্প নিজের হতাশা লুকোননি। হোয়াইট হাউসে একটি সাংবাদিক সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয় ভারতকে হারিয়ে ফেলার জন্য কাকে দায়ি করেন তিনি? এএনআই-এর প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমার মনে হয় না আমরা ভারতকে হারিয়ে ফেলেছি। আমি খুব হতাশ কারণ রাশিয়ার থেকে তেল কিনছে ভারত। আমি তাদেরকে এটা জানিয়েছি। ভারতের উপরে আমরা ৫০ শতাংশ চড়া শুল্ক চাপিয়েছি। এটা খুব বড় শুল্ক।” ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নিজের বন্ধুত্বের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, “মোদি আমার খুবই ভালো বন্ধু। কয়েক মাস আগে তিনি এখানে এসেছিলেন। আমরা রোজ গার্ডেনে সাংবাদিক সম্মেলন করেছিলাম।”

মোদির সঙ্গে নিজের সম্পর্কের কথা মনে করিয়ে ট্রাম্প বলেন, “আমার সঙ্গে সবসময় মোদির বন্ধুত্ব থাকবে। উনি খুব বড় প্রধানমন্ত্রী। আমি সব সময় বন্ধু থাকব।” কিন্তু রাশিয়ার থেকে তেল কেনার বিষয়ে নিজের হতাশার কথা জানিয়ে ট্রাম্প বলেন, “এখন তিনি যা করছেন, সেটা আমার পছন্দ নয়। কিন্তু ভারত এবং আমেরিকার বন্ধুত্ব গভীর। চিন্তা করার কোনও কারণ নেই।”

কিছুদিন আগেই এসসিও বৈঠকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আর এতেই হতাশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘মনে হচ্ছে রাশিয়া ও ভারতকে অন্ধকার চিনের কাছে হারিয়ে ফেলেছি।’ অন্যদিকে, পুতিন-জিনপিংয়ের সঙ্গে উত্তর কোরিয়ার দোর্দণ্ডপ্রতাপ নেতা কিম জং উনকেও একমঞ্চে দেখা যায় চিনের কুচকাওয়াজে। গোটা পরিস্থিতিতে যে আমেরিকা খুব স্বচ্ছন্দ বোধ করছে না তা পরিষ্কার হয়ে যায় ট্রাম্পের পোস্টে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ