সাংবাদিক বৈঠকে ডোনাল্ড ট্রাম্প।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাথানাশক হিসেবে বহুল প্রচলিত ওষুধ প্যারাসিটামল নিয়ে বিস্ফোরক দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গর্ভবতী মহিলাদের উদ্দেশে ট্রাম্পের পরামর্শ, অ্যাসিটামিনোফেন (টাইনোলান বা প্যারাসিটামল) না খাওয়ার। তাঁর দাবি, এই ওষুধের জেরে গর্ভস্থ শিশুদের অটিজম হওয়ার ঝুঁকি রয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্টের সে দাবি পুরোপুরি খারিজ করে দিয়েছেন চিকিৎসক ও বিজ্ঞানীরা।
গত সোমবার মার্কিন স্বাস্থ্যকর্তাদের পাশে নিয়ে এক সাংবাদিক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই প্যারাসিটামলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে তিনি বলেন, “আমেরিকায় অটিজম অসুখ ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমার ধারনা, আমরা হয়ত এর কারণ খুঁজে পেয়েছি। কিছু গবেষণায় দেখা গিয়েছে, গর্ভবতী অবস্থায় মহিলারা অ্যাসিটামিনোফেন (টাইলেনল, প্যারাসিটামলের মূল উপাদান) খান, এই ওষুধের সঙ্গে অটিজমের যোগ থাকতে পারে।” তবে ট্রাম্প এটাও স্বীকার করেন, এই ওষুধই যে অটিজমের কারণ, তা এখনও প্রমাণিত নয়।
উল্লেখ্য, ‘অটিজম’ হল একধরনের অসুখ যা শিশুর আচরণে প্রকাশ পায়। এই অসুখে শিশুরা অত্যন্ত আত্মকেন্দ্রিক হয়ে পড়ে। বাইরের জগতের সঙ্গে মিশতে পারে না। অনুমান করা হয়, স্নায়বিক সমস্যা ও পরিবেশগত কারণে এই অসুখ হয়। যদিও এই রোগের প্রকৃত কারণ এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে এই অসুখের জন্য প্যারাসিটামলকে দায়ী করা সম্পূর্ণরূপে অনুচিত বলে মনে করছেন চিকিৎসাবিদরা। তাঁদের মতে ট্রাম্প যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন।
আমেরিকায় প্যারাসিটাম বহুল প্রচলিত একটি ওষুধ। ব্যাথানাশ ও প্রবল জ্বরে ব্যবহৃত হয় ওষুধটি। আমেরিকায় ওষুধটি অ্যাসিটামিনোফেন নামে পরিচিত। একাধিক ব্র্যান্ডে ওষুধটি পাওয়া যায়। শিশু ও নবজাতকদের জন্যও ওষুধটির আলাদা সংস্করণ রয়েছে। চিকিৎসকদের দাবি, চিকিৎসকের পরামর্শ ছাড়া যে কোনও ওষুধই বিপজ্জনক। তবে এই ওষুধের সঙ্গে অটিজমের যোগ রয়েছে এমন কোনও তথ্য কোনও পরীক্ষায় উঠে আসেনি। ফলে এহেন দাবি পুরোপুরি ভিত্তিহীন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.