সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি-৭ সংগঠনের সদস্য সংখ্যা বাড়ানোর প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ৭ সদস্যের পরিবর্তে এই সংগঠনের সদস্য সংখ্যা ৯ করতে আগ্রহ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট।
গতকাল থেকে কানাডার কানানাস্কিসে শুরু হয়েছে চলতি বছরের G-7 বৈঠকে। ৭ দেশের এই জোটে গত কয়েক বছর ধরে বিশেষভাবে আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে রয়েছেন সংগঠনের অন্যতম সদস্য আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্পও। সেখানেই ডোনাল্ড ট্রাম্পের তরফে প্রস্তাব দেওয়া হয়, এই সংগঠনে বিশ্বের দুই শক্তিশালী রাষ্ট্র রাশিয়া ও চিনকে যুক্ত করার জন্য। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘রাশিয়াকে যদি এই সংগঠন থেকে বাইরে বের না করা হত তাহলে ইউক্রেনের সঙ্গে চলতে থাকা যুদ্ধ এড়ানো সম্ভব হত।’ শুধু তাই নয়, এই যুদ্ধের জন্য আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে দায়ী করেন তিনি।
জি-৭ গোষ্ঠীতে রাশিয়ার পক্ষ নিয়ে ট্রাম্প বলেন, ‘জি-৭ সংগঠন প্রথমে জি-৮ সংগঠন নামে জানা যেত। ওবামা ও ট্রুডো রাশিয়াকে এই সংগঠনে রাখতে চাননি। আমি মনে করি এটা সবচেয়ে বড় ভুল ছিল। যদি রাশিয়া এই সংগঠনের অন্তর্ভুক্ত থাকত তাহলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা এই যুদ্ধ কোনওভাবেই হত না।’ ট্রাম্প আরও বলেন, রাশিয়াকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছিল তা পুতিনের কাছে অত্যন্ত অপমানজনক ছিল। উল্লেখ্য, ১৯৯৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এই সংগঠনকে জি-৮ সংগঠন নামে জানা যেত। তখন এই সংগঠনের প্রধান সদস্য ছিল রাশিয়া। তবে ২০১৪ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণ ও ক্রিমিয়া দখলের পর এই সংগঠন থেকে সরিয়ে দেওয়া হয় রাশিয়াকে। বর্তমানে এই সংগঠনের সদস্য দেশগুলি হল কানাডা, ফ্রান্স, ইতালি, জাপান, জার্মানি, আমেরিকা ও ব্রিটেন।
একইসঙ্গে ট্রাম্প জানান, এই সংগঠনে চিনকে যুক্ত করার বিষয়টিও মন্দ নয়। ট্রাম্প বলেন, ‘যদি কেউ এখানে চিনকে যুক্ত করার প্রস্তাব দেন তবে সে প্রস্তাব একেবারেই মন্দ নয়। আমার মনে হয়, এইসব দেশগুলিকে এখানে যুক্ত করা উচিত।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.