Advertisement
Advertisement

Breaking News

Donald Trump

ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক! ঝুলে থাকা বাণিজ্য চুক্তিতে ফের হুমকি ট্রাম্পের

বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে আমেরিকার তরফে চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছিল ১ আগস্ট।

Donald Trump warns India of 25% tariffs if trade deal not reached

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:July 30, 2025 9:38 am
  • Updated:July 30, 2025 9:38 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দফায় দফায় আলোচনা হলেও এখনও কোনও রফাসূত্র বের হয়নি। বাণিজ্যচুক্তি সম্পন্ন করতে আগামী ২৫ আগস্ট ভারতে আসছেন মার্কিন প্রতিনিধিরা। এহেন পরিস্থিতির মাঝেই ফের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ভারতের উপর ২০ থেকে ২৫ শতাংশ শুল্ক চাপানো হতে পারে বলে হুঁশিয়ারি দিলেন তিনি।

Advertisement

বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে আমেরিকার তরফে চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছিল ১ আগস্ট। তবে নানা জটিলতায় আটকে এখনও পর্যন্ত আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হয়নি ভারতের। এই পরিস্থিতিতে ভারতের উপর শুল্ক চাপানো হবে কিনা জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট জানান, “হ্যাঁ এমনটা হতে পারে।” একইসঙ্গে ট্রাম্প জানান, “ভারত আমাদের ভালো বন্ধু দেশ। তবে যে কোনও দেশের চেয়ে ভারত বেশি শুল্ক আরোপ করেছে। এটা চলতে পারে না। ভারতের উপর বেশি পরিমাণ শুল্ক চাপাবে আমেরিকা।” এ প্রসঙ্গেই ট্রাম্প জানিয়েছেন, ভারতের উপর ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ হতে পারে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি।

গত কয়েকদিন ধরেই শোনা গিয়েছে, বাণিজ্যচুক্তি হবে ভারত-আমেরিকার। সম্প্রতি ওয়াশিংটন সফরেও গিয়েছিলেন দিল্লির দূতেরা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও বলেছিলেন, “ভারতের সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে, মানে প্রায় চূড়ান্ত।” কিন্তু শুল্কছাড়ের মেয়াদ পেরিয়ে গেলেও ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি হয়নি। ফলে সংশয় বাড়ছে, শেষ পর্যন্ত একমত হয়ে দুপক্ষ চুক্তি করতে পারবে তো? শোনা গিয়েছে চুক্তির বেশ কয়েকটি বিষয় নিয়ে উভয় পক্ষেরই আপত্তি রয়েছে এবং তারা নিজেদের অবস্থান থেকে সরতে অনড়। যদিও আলোচনার মাধ্যমে সেগুলি দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা করছে দুই দেশই। ভারতের এক বরিষ্ঠ আধিকারিক জানান, “দুই তরফে আলোচনা চলছে। এখনও দুইদিন বাকি। আমরা আশা করি আমেরিকা সময় দেবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ওখানকার সরকারকে নিতে হবে।”

ইতিমধ্যেই ২২টি দেশের উপর শুল্ক চাপানোর ঘোষণা করে দিয়েছেন ট্রাম্প। তবে শুল্কছাড়ের মেয়াদ ফুরনোর বিষয়টিকে খুব বেশি জটিল করে দেখতে চাইছে না ভারত। কয়েকদিন আগে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছিলেন, “ভারতের স্বার্থই সবচেয়ে জরুরি, কোনও ডেডলাইন নয়। একেবারে উইন-উইন চুক্তি হতে হবে। এবং ভারতের স্বার্থ সুরক্ষিত থাকাই একমাত্র শর্ত।” তাই তাড়াহুড়ো করে কোনও চুক্তির পথে হাঁটতে চায় না নয়াদিল্লি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ