সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যদি রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি না হয়, তাহলে এর ফল খুব খারাপ হবে। আলাস্কায় বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এভাবেই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি, শান্তি চুক্তিতে সম্মত না হলে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক প্রতিরোধেরও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
বুধবার সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “প্রথম বৈঠক যদি সফল, তাহলে ভালো। যদি না হয়, তাহলে আমরা ফের বৈঠক করব। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও থাকবেন। যদি রাশিয়া শান্তি চুক্তিতে অস্বীকার করে, তাহলে ফল খুব খারাপ। মাস্কোর বিরুদ্ধে আমরা কড়া পদক্ষেপ করব।” তিনি আরও বলেন, “বাইডেন প্রশাসনের ব্যর্থতার জন্য রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরু হয়েছে। কিন্তু আমি বাইডেনের মতো কাজ করি না। সেই সময়ে আমি প্রেসিডেন্ট থাকলে দু’দেশের মধ্যে যুদ্ধ শুরুই হতো না।” ট্রাম্পের সংযোজন, “যদি আমরা মানুষের জীবন বাঁচাতে পারি, তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। গত ছ’মাসে আমি পাঁচটি যুদ্ধ বন্ধ করেছি। শুধু তাই নয়, আমরা ইরানের পারমাণবিক কার্যকলাপও বন্ধ করে দিয়েছি”
প্রসঙ্গত, শুক্রবারই আলাস্কায় বৈঠকে বসতে চলেছেন ট্রাম্প এবং পুতিন। বৈঠকের আগে যতটা সম্ভব ইউক্রেনের ভূখণ্ড নিজেদের দখলে আনতে আগ্রাসী রাশিয়া। যাতে করে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ‘যুদ্ধবিরতি’ নিয়ে দর কষাকষির সময় কঠিন শর্ত আরোপ করতে পারেন পুতিন। মোদ্দা কথা, মার্কিন প্রেসিডেন্ট যতই ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে দাদাগিরি করতে আসুন, আলোচনার পুরো রাশটা যেন রাশিয়ার হাতেই থাকে। এমনটাই চাইছেন রুশ প্রেসিডেন্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.