Advertisement
Advertisement
Donald Trump and Giorgia Meloni

‘সুন্দরী বললে নিশ্চয়ই রাগ করবেন না?’ গাজা শান্তি সম্মেলনে মেলোনিতে মুগ্ধ ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য শুনে হেসে ফেলেন মেলোনি।

Donald Trump's Compliment To Italian PM Giorgia Meloni Amuses Others
Published by: Kishore Ghosh
  • Posted:October 14, 2025 2:18 pm
  • Updated:October 14, 2025 2:21 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার গাজা ভূখণ্ডে শান্তি ফিরেছে। গোটা বিশ্বকে সস্তি দিয়ে পণবন্দিদের মুক্তি দিয়েছে হামাস ও ইজরায়েল দু’পক্ষ। এই অবস্থায় মিশরে গাজা শান্তি সম্মেলনে ফুরফুরে মেজাজে বক্তৃতা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানেই দেখা মিলল ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রূপ এবং গুণে মুগ্ধ মার্কিন প্রেসিডেন্টকে। গুরুগম্ভীর বক্তৃতার মাঝে তিনি হঠাৎ বলে বসেন, “সুন্দরী বললে আপনি নিশ্চয়ই রাগ করবেন না? কারণ আপনি ঠিক তাই।” ট্রাম্পের আশপাশেই অন্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন মেলোনি। মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য শুনে হেসে ফেলেন তিনি। প্রাথমিক অস্বস্তি কাটিয়ে অন্য রাষ্ট্রপ্রধানদেরও হাসতে দেখা যায়।

Advertisement

সাংবাদিক সম্মেলনে বক্তৃতা করতে গিয়ে ট্রাম্প হঠাৎই বলেন, “এটা আমার বলার অনুমতি নেই, এমনকী রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, যদি বলি যে তিনি একজন সুন্দরী।” এখানেই না থেমে ট্রাম্প যোগ করেন, “আপনি যদি আমেরিকায় কোনও মেয়েকে সুন্দরী বলেন, তা হলে আপনার রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে। তবু আমি সেটা বলার সুযোগ নেব।” এরপর সরাসরি চোখে চোখ রেখে মেলোনিকে ‘সুন্দরী’ বলেন মার্কিন প্রেসিডেন্ট।

শুধু রূপে নয়, মেলোনোর গুণেও মুগ্ধ ৭৯ বছর বয়সি ট্রাম্প। ‘সফল রাজনীতিক’ মেলোনিকে প্রশংসায় ভরান তিনি। বলেন, “উনি (মেলোনি) দারুণ মানুষ। ইটালির মানুষ তাঁকে শ্রদ্ধা করে। উনি খুবই সফল… খুবই সফল এক জন রাজনীতিক।” তাঁর আহ্বানে মিশরের সম্মেলনে যোগ দেওয়ার জন্য ‘সুন্দরী মহিলা’ মেলোনিকে ধন্যবাদও জানান তিনি। উল্লেখ্য, মেলোনির সঙ্গে সুসম্পর্ক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। মেলোনির স্মৃতিকথার ভূমিকা লিখে দিয়েছেন তিনি। মোদির জন্মদিনে তাঁকে ‘অনুপ্রেরণা’ বলেন ইটালির প্রধানমন্ত্রী।

ট্রাম্প, মোদির পাশাপাশি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির। মাঝে জি৭ বৈঠকের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে মেলোনির ম্যাক্রোঁর দিকে কটাক্ষ হানার মুহূর্তটি নিয়ে শোরগোল পড়ে যায়। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ