Advertisement
Advertisement
Harvard University

আমেরিকা থেকে ‘বিতাড়িত’ হবেন ভারতীয় পড়ুয়ারা! হার্ভার্ডে বিদেশিদের ভর্তি বন্ধ হতেই উদ্বেগ

প্রায় ৮০০ জন ভারতীয় পড়ুয়া রয়েছে হার্ভার্ডে।

Donald Trump's crackdown on Harvard University will affect Indians

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:May 23, 2025 10:32 am
  • Updated:May 23, 2025 10:32 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশি পড়ুয়াদের জন্য হার্ভার্ডের দরজা বন্ধ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তার জেরে বিপাকে পড়তে পারেন বহু ভারতীয় পড়ুয়া। আমেরিকা থেকে তাড়িয়ে দেওয়া হতে পারে তাঁদের, রয়েছে সেরকম সম্ভাবনাও। ফলে প্রশ্ন, শিক্ষার স্বপ্ন নিয়ে দূর দেশে পাড়ি দেওয়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ কী হতে চলেছে?

প্যালেস্টাইনে হামলার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ইজরায়েল-বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়–সহ্য হয়নি ইজরায়েল-বান্ধব ডোনাল্ড ট্রাম্পের। তার জেরে একাধিকবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপর ‘শাস্তির খাঁড়া’ চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। এবার সরাসরি ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিয়োরিটির সচিব ক্রিস্টি নোয়েম এক্স হ্যান্ডেল লেখেন, ‘হিংসায় মদত দেওয়া, ইহুদি বিদ্বেষ ছড়ানোর মতো অভিযোগ রয়েছে হার্ভার্ডের বিরুদ্ধে। ক্যাম্পাসে চিনের কমিউনিস্ট পার্টির কার্যকলাপ চলছে। সঠিক কাজ করার বহু সুযোগ ছিল হার্ভার্ডের কাছে। কিন্তু সেটা তারা করেনি। যেহেতু আইন মেনে চলছে না হার্ভার্ড, তাই বিদেশি পড়ুয়াদের ভর্তি করা এবং স্টুডেন্টস এক্সচেঞ্জের অধিকার হারাল তারা।’ তবে হোমল্যান্ড সিকিয়োরিটির তরফে জানানো হয়েছে, বিদেশিদের ভর্তি করার অধিকার ফিরে পেতে হলে ৭২ ঘণ্টার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিতে হবে প্রশাসনের হাতে।

ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের পর প্রশ্ন উঠছে, বর্তমানে যেসব বিদেশি পড়ুয়া হার্ভার্ডে রয়েছেন তাঁদের কী হবে? পরিসংখ্যান অনুযায়ী, অন্তত ৬ হাজার ৮০০ বিদেশি পড়ুয়া বর্তমানে হার্ভার্ডে পড়াশোনা করছেন। তাঁদের মধ্যে ৭৮৮ জন ভারতীয়। অধিকাংশই স্নাতক স্তরের পড়াশোনা করছেন ঐতিহ্যশালী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। কেউ বা আবার ডক্টরেট বা অন্যান্য দীর্ঘমেয়াদি কোর্সে যুক্ত রয়েছেন। ট্রাম্পের সিদ্ধান্তে তাঁদের পড়াশোনায় বড়সড় প্রশ্নচিহ্ন পড়ে গেল।

মার্কিন প্রশাসনের এহেন সিদ্ধান্তে অবিলম্বে হার্ভার্ড ছাড়তে হবে ভারতীয়-সহ অন্যান্য পড়ুয়াদের। তাঁরা চাইলে অন্য কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারেন। কিন্তু মাঝপথে অন্যত্র আদৌ তাঁরা ভর্তি হতে পারবেন কিনা, সেই নিয়ে বিরাট সংশয় রয়েছে। যদি আমেরিকার অন্য কোনও প্রতিষ্ঠানে ভর্তি না হন, তাহলে আমেরিকায় বসবাসের ভিসাও আর কার্যকরী থাকবে না ফলে। ফলে দ্রুত আমেরিকা ছেড়ে দেশে ফিরতে হবে পড়ুয়াদের। নিজে থেকে দেশ না ছাড়লে বিদেশি পড়ুয়াদের ‘তাড়িয়ে’ দিতে পারে ট্রাম্প প্রশাসন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement