Advertisement
Advertisement
Pope Francis

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে দু’দিনের ভ্যাটিকান সফরে রাষ্ট্রপতি, সঙ্গী রিজিজু

পোপের শেষকৃত্যের দিন রাষ্ট্রীয় শোক থাকবে দেশজুড়ে।

Draupadi Murmu will attend Pope Francis funeral
Published by: Anwesha Adhikary
  • Posted:April 25, 2025 4:06 pm
  • Updated:April 25, 2025 4:06 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এছাড়াও ভ্যাটিকানে যাচ্ছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। দু’দিনের সফরে ভ্যাটিকানে যাচ্ছেন তাঁরা। শনিবার সমাধিস্থ করা হবে পোপ ফ্রান্সিসকে। ওইদিন গোটা দেশে জাতীয় শোক থাকবে বলে আগেই জানিয়েছিল ভারতীয় বিদেশমন্ত্রক।

Advertisement

গত ফেব্রুয়ারি মাসেই সংকটজনক অবস্থায় ইটালির হাসপাতালে ভর্তি করা হয়েছিল পোপ ফ্রান্সিসকে। তবে খানিকটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান পোপ। রবিবার আচমকাই তিনি হাজির হন ইস্টারের বিশেষ জমায়েতে। সেন্ট পিটার্স স্কোয়্যারে ৩৫ হাজারেরও বেশি পুণ্যার্থীর দিকে হাত নাড়েন। কিন্তু কয়েকঘণ্টার মধ্যেই জীবন যুদ্ধে হেরে গেলেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের তরফে কার্ডিনাল কেভিন ফেরেল জানান, সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে প্রয়াত হয়েছেন পোপ ফ্রান্সিস।

অন্যান্য রাষ্ট্রনেতাদের মতো মোদিও শোকপ্রকাশ করেন পোপের প্রয়াণে। তারপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, তিনদিনের জন্য রাষ্ট্রীয় শোক পালন করবে গোটা দেশ। পোপ প্রয়াত হয়েছেন ২১ এপ্রিল। তার পর দু’দিন অর্থাৎ ২২ এবং ২৩ এপ্রিল রাষ্ট্রীয় শোক পালিত হবে। এছাড়াও পোপের শেষকৃত্যের দিন রাষ্ট্রীয় শোক থাকবে দেশজুড়ে। অর্থাৎ শনিবার রাষ্ট্রীয় শোক জারি থাকবে দেশে।

বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে পোপের শেষকৃত্য উপলক্ষে দু’দিনের জন্য ভ্যাটিকানে যাবেন রাষ্ট্রপতিরা। শুক্রবার ভ্যাটিকানে পৌঁছে সেন্ট পিটার ব্যাসিলিকায় যাবেন তিনি। পোপের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরের দিন সেন্ট পিটার্স স্কোয়্যারে পোপের শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এছাড়াও পোপের শেষকৃত্যে যোগ দেবেন রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতেরেস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-সহ একাধিক রাষ্ট্রনেতা। থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যাচ্ছেন না। রাশিয়ার প্রতিনিধি হিসাবে সেদেশের বিদেশমন্ত্রী যেতে পারেন ভ্যাটিকানে। তবে চিন থেকে কোনও প্রতিনিধি সম্ভবত থাকবেন না পোপের শেষকৃত্যে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ