ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠল হাইতি৷ হাইতির পোর্ত দে পাইক্স বন্দরের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৯৷ স্থানীয় সময় শনিবার রাতে অনুভূত হওয়া এ ভূমিকম্পে এখনও পর্যন্ত ১১ জনের প্রাণহানির খবর মিলেছে। ভূমিকম্পে একটি হাসপাতাল ও অডিটোরিয়াম ধসে পড়েছে।
পোর্ত দে পাইক্স বন্দর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের গভীরতা ছিল ১১.৭ কিলোমিটার। উত্তর-পশ্চিমাঞ্চলের পুলিশ প্রধান জ্যাকসন হিলাইরে জানান, পোর্ত দে পাইক্স বন্দর এলাকায় সাতজনের মৃত্যু হয়েছে। আর হাইতির স্বরাষ্ট্রমন্ত্রী রেইনাল্ডো ব্রুনেট জানান, গ্রস মর্নে শহরের দক্ষিণে আরও তিনজনের মৃত্যু হয়েছে। গ্রস মর্নে অডিটোরিয়াম ধসে একজনের মৃত্যুর খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। ১১ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেন হাইতি সরকারের মুখপাত্র এডি জ্যাকসন অ্যালেক্সিস৷ তিনি জানান, ভূমিকম্প বিধ্বস্ত গোটা এলাকায় প্রচুর ক্ষতি হয়েছে৷ বেশ কয়েকটি বাড়ি ভেঙে গিয়েছে৷ ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল পৌঁছেছে৷ বাড়িগুলি থেকে দুর্গতদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ দুর্যোগ মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।
২০১০ সালে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে হাইতি৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭৷ ভূমিকম্পে কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়৷ জখমও হন অনেকেই৷ শনিবার ভূমিকম্পের তীব্রতা আবারও ফিরিয়ে এনেছে সেই স্মৃতি৷ আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ৷ প্রেসিডেন্ট জোভেনেল মইস টুইট করে সকলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন৷ সকলকে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন তিনি৷
হাইতির পাশাপাশি এদিন জম্মু-কাশ্মীরেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৬৷ হতাহতের কোনও খবর নেই৷
An earthquake measuring 4.6 on the Richter scale hits parts of (Graphic courtesy: India Meteorological Department)
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.