ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১০ মাসের মধ্যেই সম্পত্তির নিরিখে নজির গড়লেন এলন মাস্ক। গত বছর ডিসেম্বর মাসে বিশ্বের প্রথম মানুষ হিসাবে ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির মালিক হয়েছিলেন। এবার ৫০০ বিলিয়ন ডলার পেরিয়ে গেল তাঁর সম্পদের মূল্য। বিশ্লেষকদের মতে, খুব দ্রুত ১০০০ বিলিয়ন ডলার পেরতে চলেছেন মাস্ক। পৃথিবীর একমাত্র ব্যক্তি হিসাবে নজির গড়া এখন স্রেফ সময়ের অপেক্ষা।
আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জেতায় ব্যবসায়িক ক্ষেত্রে বিরাট সুবিধা পেয়েছেন টেসলা কর্তা। সেকারণেই তাঁর সম্পদের পরিমাণ বেড়ে ৪০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে, এমনটাই মনে করত বিশ্লেষকমহল। কিন্তু ট্রাম্পকে ছাড়াও ব্যবসায় বিরাট লাভ করতে পারেন তিনি, সেই বিষয়টি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মাস্ক। চলতি বছরেই ট্রাম্প সরকারের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সির প্রধান পদ থেকে সরে দাঁড়ান টেসলা কর্তা। তা সত্ত্বেও তাঁর সম্পত্তির পরিমাণ লাফিয়ে বেড়েছে।
মাসখানেক আগে অবশ্য কয়েকঘণ্টার জন্য বিশ্বের ধনীতম ব্যক্তির শিরোপা মাস্কের হাতছাড়া হয়ে যায়। ব্লুমবার্গের রিপোর্ট সূত্রে জানা যায় সম্পত্তির নিরিখে মাস্ককে টপকে গিয়েছেন ল্যারি এলিসন। সেই সময়ে মাস্কের সম্পত্তির মোট পরিমাণ ছিল ৩৮৫০০ কোটি ডলার। অন্যদিকে ল্যারির সম্পত্তি বেড়ে ৩৯৩০০ কোটি ডলারে পৌঁছে যায়। কিন্তু কয়েকঘণ্টার মধ্যেই ল্যারির তুলনায় ১০০ কোটি ডলার বেড়ে যায় মাস্কের সম্পদ। আবারও বিশ্বের ধনীতম ব্যক্তি হয়ে ওঠেন মাস্ক।
বুধবারে প্রকাশিত ব্লুমবার্গের নতুন রিপোর্ট অনুযায়ী, বর্তমানে মাস্কের সম্পত্তির পরিমাণ ৫০০.১ বিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪৪ লক্ষ কোটি টাকারও বেশি। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনও ব্যক্তির সম্পত্তির পরিমাণ ৫০০ বিলিয়ন ডলার ছুঁতে পারেনি। প্রথম ব্যক্তি হিসাবে অনন্য নজির গড়লেন স্পেসএক্স কর্তা। মাস্কের নিকটতম প্রতিদ্বন্দ্বী ল্যারি এলিসনের সম্পদের পরিমাণ ৩৫০ বিলিয়ন ডলার। বিশ্লেষকদের মতে, এই গতিতে মাস্কের সম্পদ বাড়তে থাকলে ২০৩৩ সালের মধ্যেই প্রথম মানব হিসাবে ১০০০ বিলিয়ন ডলারের সম্পত্তি কামানোর নজির গড়বেন মাস্ক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.