সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং টেসলা কর্তা এলন মাস্কের বিরোধ। হোয়াইট হাউসের ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ নিয়ে ক্ষোভ আবারও ক্ষোভ উগরে দিলেন টেসলা কর্তা। ট্রাম্পের এই বিলটিকে ‘রাজনৈতিক আত্মহত্যা’ আখ্যা দিয়ে তিনি বলেন, “এই বিল ধ্বংসাত্মক। কেউ পুরোপুরি উন্মাদ হলেই এই ধরনের বিল আনতে পারে।”
শনিবার মাস্ক তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘মার্কিন সেনেটের খসড়া বিলটি আমেরিকার লক্ষ লক্ষ কর্মসংস্থান ধ্বংস করে দেবে। আমাদের দেশের বিলটি অত্যন্ত ক্ষতিকারক।’ একইসঙ্গে তিনি বলেন , ‘বিলটি আমেরিকার শিল্পকে ধ্বংস করে দেবে। এই বিল রিপাবলিকান পার্টির জন্য একটি রাজনৈতিক আত্মহত্যা। উন্মাদ হলেই এধরনের বিল কেউ আনতে পারে। এই বিল আমেরিকার ঋণের পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে দেবে। এর জেরে আমেরিকা ক্রমে ঋণ দাসত্বের পথে এগিয়ে যাবে।’
মাস্কের এই বিল নিয়ে আপত্তি নতুন নয়। এর আগে তাঁকে বলতে শোনা গিয়েছিল, “কোনও বিল বিগ হতেই পারে। আবার সেটা বিউটিফুলও হতে পারে। কিন্তু আমার জানা নেই একসঙ্গে দুটোই হতে পারে কিনা।” এদিকে সম্প্রতি আরও একটি পোস্টে তাঁকে লিখতে দেখা গিয়েছিল, এই বিল ‘ইতিমধ্যেই বিপুল আকার ধারণ করা বাজেট ঘাটতিকে আরও বাড়িয়ে ২.৫ ট্রিলিয়ন ডলারে পরিণত করবে।’ কংগ্রেস আমেরিকাকে দেউলিয়া বানিয়ে ছাড়বে বলেও দাবি তাঁর।
গত জানুয়ারিতে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প তাঁর নতুন প্রশাসনে যুক্ত করেন মাস্ককে। কিন্তু গত ৬ মার্চ, বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ ক্যাবিনেট বৈঠকে ট্রাম্প পরিষ্কার করে দিয়েছেন, DOGE-এর প্রধান হওয়া সত্ত্বেও এলন মাস্ক কোনওভাবেই নিয়োগ বা ছাঁটাইয়ের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন না। তখন থেকেই ট্রাম্পের সঙ্গে মাস্কের দূরত্ব নিয়ে জল্পনা শুরু হয়েছিল। যদিও মার্কিন প্রশাসনের বিশেষ কর্মকর্তারূপে তিনি নিযুক্ত হয়েছিলেন ১৩০ দিনের জন্য। ট্রাম্প সেই মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, মাস্কও পদত্যাগ করেছেন। তারপরই দু’জনের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টকে ফের একবার নিশানা করলেন টেসলা কর্তা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.