সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন জেফ্রি এপস্টেইনের প্রাক্তন প্রেমিকা। স্টেসি উইলিয়ামসের দাবি, ১৯৯৩ সালে ট্রাম্প টাওয়ারে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন এপস্টেইনও। সেখানেই ট্রাম্প তাঁকে জড়িয়ে ধরেন। স্পর্শ করেন তাঁর স্তন, নিতম্ব। স্টেসির দাবি, সেই সময় এপস্টেইনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ট্রাম্পের।
প্রসঙ্গত, নাবালিকাদের যৌন নির্যাতনে অভিযুক্ত এপস্টেইনের মৃত্যু হয় ২০১৯ সালে। তিনি জেলে আত্মহত্যা করেছিলেন। এই এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেই দাবি। যদিও ট্রাম্প তা বরাবরই অস্বীকার করে এসেছেন। পরে চাপে পড়ে ‘একে অপরকে চিনতেন’ বলে জানালেও যেভাবে ট্রাম্প-এপস্টেইন সম্পর্ক নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে, তাতে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে হোয়াইট হাউস। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এ এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের নাম জড়িয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে, যা নিয়ে হইচই পড়ে গিয়েছে বিশ্বজুড়ে। একই সঙ্গে এপস্টেইন ফাইলের কিছু অংশ প্রকাশের জন্য সম্প্রতি আবেদন জানানো হয়েছে নিউ ইয়র্কের আদালতে। আর সেই ফাইল নিয়েই গত কয়েক দিন ধরে অস্বস্তিতে ট্রাম্প প্রশাসন।
মার্কিন প্রেসিডেন্টের ‘কীর্তি’র কথা সম্প্রতি সিএনএন-কে এক সাক্ষাৎকারে জানিয়েছেন প্রাক্তন স্পোর্টস মডেল স্টেসি। তাঁর দাবি, সেই সময় ট্রাম্প যে তাঁকে অশালীনভাবে স্পর্শ করেছিলেন, সে কথা জানতেন এপস্টেইন। কারণ গোটা ঘটনাটিই ঘটেছিল প্রকাশ্য দিবালোকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.