সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত জুলাই মাসেই তাঁকে চিনে গিয়েছিল বিশ্ব। বিখ্যাত সংস্থা অ্যাস্ট্রোনমারের সিইও অ্যান্ডি বায়রন বক্ষলগ্না সংস্থার এইচ আর হেড ক্রিস্টিন ক্যাবো! ভাইরাল হয়ে গিয়েছিল সেই দৃশ্য। জিলেট স্টেডিয়ামে কোল্ডপ্লের অনুষ্ঠানে কিস ক্যামে ধরা পড়ে তাঁদের গোপন অভিসার। এক রুপোলি চুলের পুরুষ ও ছোট করে ছাঁটা চুলের মহিলার ঘনিষ্ঠতা ঘিরে শোরগোল পড়ে যায়। একটা ভাইরাল ভিডিওকে দ্রুত সরিয়ে জায়গায় করে নিতে থাকে নতুন কোনও ‘কনটেন্ট’। কিন্তু ভিডিওর মানুষগুলির জীবন বদলে যায় বরাবরের মতো। জানা গিয়েছে, ক্রিস্টিন বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন স্বামী অ্যান্ড্রু ক্যাবেটের বিরুদ্ধে। ‘নিউ ইয়র্ক পোস্ট’-এর এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
জানানো হয়েছে, গত ১৩ আগস্টই নিউহ্যাম্পশায়ারের আদালতে মামলার নথি জমা করেছেন ক্রিস্টিন। এদিকে আগেই জানা গিয়েছিল বায়রনের স্ত্রী বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। তাঁদের বিচ্ছেদও নাকি আসন্ন। নিঃসন্দেহে একটি ভাইরাল মুহূর্তই তাঁদের জীবনকে আমূল বদলে দিয়েছে।
২০২৩ সালের জুলাইয়ে সংস্থার সিইও হন অ্যান্ডি। ২০২৪ সালের নভেম্বরে সংস্থায় যোগ দিয়েছিলেন ক্রিস্টিন। এরপরই তাঁদের সম্পর্কয় জড়ানো। যদিও প্রকাশ্যে এখনও তাঁরা তাঁদের সম্পর্ক নিয়ে একটি কথাও বলেননি। কিন্তু কনসার্টে থাকা কিস ক্যাম তাঁদের দিকে তাক করতেই মুখ লুকিয়ে ফেলেন যুগল। আড়াল হওয়ার চেষ্টা দেখে মজার ছলে কটাক্ষও করেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। তিনি বলেন, “হয় এরা পরকীয়া করছে নয়তো বড্ড বেশি লাজুক।”
সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই অ্যান্ডির স্ত্রী মেগান কেরিগান ফেসবুকে নিজের প্রোফাইল থেকে স্বামীর পদবি সরিয়ে দেন। পরে ইস্তফা দেন অ্যান্ডি। কয়েকদিন পরে একই কাজ করেন ক্রিস্টিনও। এবার জানা গেল তিনি স্বামীর সঙ্গে বিচ্ছেদ চাইছেন। বিতর্কের মাঝেই দাঁড়ি টেনে দিতে চাইছেন দাম্পত্যে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.