সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোষী সাব্যস্ত হয়েছিলেন আগেই, এবার সাজা ঘোষণা হল ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইল বলসোনারোর। ২০২২ সালে নির্বাচনে হেরে প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের অপরাধে বলসোনারোকে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ব্রাজিলের সুপ্রিম কোর্ট। আদালতের রায় সামনে আসার পর মনখারাপ তাঁর বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জানালেন, ”অত্যন্ত ভালো মানুষ ছিলেন বলসোনারো। তাঁর এহেন শাস্তিতে আমি সত্যিই বিস্মিত হয়েছি।”
বলসোনারোর বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২২ সালে নির্বাচনে হেরে যাওয়ার পর নতুন সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেন তিনি। জনগণের রায় বদলে দিলে এবং বামপন্থী সিলভার সরকার ফেলতে ব্রাজিলে সেনা অভ্যুত্থানের চেষ্টা হয়। সেই নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি বলসোনারো। তাঁর বিরুদ্ধে যে ৫টি অভিযোগ উঠেছিল সবকটিতেই দোষী সাব্যস্ত হন তিনি। এই অবস্থায় গত বৃহস্পতিবার ব্রাজিল সুপ্রিম কোর্টের ৫ সদস্যের বেঞ্চ বলসোনারোকে সাজা শোনায় যেখানে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয় প্রাক্তন প্রেসিডেন্টকে। শুধু তিনি নন, বলসোনারোর মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী, সামরিক প্রধান-সহ ৭ জনের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ প্রমাণিত হয়েছে। দোষী সাব্যস্ত করা হয়েছে সকলকেই।
বর্তমানে গৃহবন্দি রয়েছেন বলসোনারো। এই সাজার বিরুদ্ধে আবেদন করার সুযোগ রয়েছে প্রাক্তন প্রেসিডেন্টের হাতে। এই মুহূর্তে জেলেও পাঠানো হবে না বলসোনারোকে রায় সার্বজনিক করার জন্য হাতে থাকবে ৬০ দিন। এরপর নয়া আবেদনের জন্য জন্য আরও ৫দিন সময় পাবেন বলসোনারোর আইনজীবী। এদিকে সুপ্রিম কোর্টের এই রায়ে ক্ষুব্ধ তাঁর ছেলে। তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘বর্তমান সরকার বিচার প্রক্রিয়ার এমন এক সংজ্ঞা দিচ্ছেন, যে বিচারের ফলাফল ঘোষণার আগেই সবার জানা ছিল।’ ব্রাজিলের সুপ্রিম কোর্টের রায়ে বিস্মিত তাঁর বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
ট্রাম্প বলেন, “আমি ওনাকে খুব ভালো করে চিনি। আমি জানি উনি ব্রাজিলের সবচেয়ে ভালো প্রেসিডেন্ট। সেখানে এমন রায়ে সত্যিই আমি বিস্মিত। অত্যন্ত ভালো মানুষ বলসোনারো একজন দক্ষ প্রশাসকও। আদালতের এই নির্দেশ ব্রাজিলের জন্য অত্যন্ত খারাপ খবর।” পাশাপাশি এই ঘটনার আমেরিকায় তাঁর সঙ্গেও ঘটতে চলেছিল বলে দাবি করেন ট্রাম্প। বলেন, “এটা ঠিক তেমনই ঘটনা, যেমনটা আমার সঙ্গে ঘটানোর ষড়যন্ত্র হয়েছিল আমেরিকাতে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.