সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংঘর্ষবিরতির সময়সীমা শেষ হতেই শুক্রবার আফগানিস্তানে ফের বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে তিন জন ছিলেন ক্রিকেটার। পাকিস্তানের এই হামলার পরই পাক সেনাপ্রধান আসিম মুনিরকে তোপ দাগেন দেশত্যাগী প্রাক্তন আফগান সাংসদ মরিয়ম সোলায়মানখিল। বলেন, “আপনারা জঙ্গিদের জন্ম দিয়েছেন।”
আমেরিকায় বসে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে মরিয়াম বলেন, “আমরা একটুও অবাক হইনি। কয়েক দশক ধরে আফগানিস্তানের পাশাপাশি ভারতেও পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং সেদেশের সেনাবাহিনী এই ধরনের হামলা চালিয়ে আসছে। কিন্তু এই হামলা তরুণ ক্রিকেটারদের মৃত্যু হয়েছে। প্রাণ গিয়েছে বহু শিশু এবং মায়েদের। এটা হৃদয়বিদারক।” ভারতের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, “যখনই আফগানিস্তান ভারতের কাছাকাছি আসে, তখনই তা পাক সেনার কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। তাদের গোটা অর্থনীতিই যুদ্ধ এবং ধ্বংসের উপর নির্ভরশীল।”
ভারত-আফগানিস্তানের সম্পর্ককে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি জানান, রাওয়ালপিন্ডিতে জন্ম নেওয়া চরমপন্থী আদর্শের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, “আমাদের অভিন্ন সংস্কৃতি এবং ইতিহাস অবশ্যই পাকিস্তানের চরমপন্থাকে পরাজিত করবে।” এরপরই আসিমকে তোপ দেগে তিনি বলেন, “আপনি যেমন বীজ বপন করবেন, তেমন ফসল হবে। কয়েক দশক ধরে আপনি জঙ্গিদের লালন-পালন করেছন। তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। আপনার নিজের লাগানো আগুন যখন আপনার নিজের ঘর পুড়িয়ে দেবে, তখন কিন্তু অবাক হবেন না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.