সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎক্ষেপণের আগেই বিপত্তি স্পেস-এক্স ফ্যালকন নাইন রকেটে৷ উৎক্ষেপণের ঠিক আগে, বৃহস্পতিবার একটি রুটিন পরীক্ষার সময় আচমকাই ফেটে যায় সংস্থার একটি ‘আনম্যানড’ বা মানববিহীন রকেট৷ স্থানীয় সময় সকাল ৯টায় বিস্ফোরণটি ঘটে৷
নাসা সূত্রে খবর, লঞ্চ প্যাডেই বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে যায় রকেটটি। আশেপাশের এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়৷ কেঁপে ওঠে কয়েক মাইল দূরের বাড়িও। বিস্ফোরণের তীব্রতা ছিল এতটাই যে তা ধরা পড়েছে উপগ্রহ থেকে পাঠানো ছবিতেও।
Explosion at SpaceX Falcon 9 rocket launch at Cape Canaveral in Florida (Visuals from the explosion site)
— ANI (@ANI_news)
সূত্রের খবর, পুরনো একটি রকেটের মধ্যে ফের জ্বালানি ভরে মহাকাশে পাঠানোর চেষ্টা করছিলেন মার্কিন গবেষকরা। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হল এদিন৷ স্পেস এক্সের তরফে জানানো হয়েছে, এদিনের দুর্ঘটনায় কেউ হতাহত হননি।
দেখুন ভিডিও:
: Visuals from the site of explosion at SpaceX Falcon 9 rocket launch at Cape Canaveral in Florida
— ANI (@ANI_news)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.