Advertisement
Advertisement
Gaza

গাজায় ইজরায়েলি সেনার উপর বড় হামলা হামাসের! বিস্ফোরণে ছিন্নভিন্ন ৭ জওয়ান

মৃতদের তালিকায় রয়েছেন এক সেনা আধিকারিকও।

Explosive kills 7 Israeli soldiers in Gaza
Published by: Amit Kumar Das
  • Posted:June 25, 2025 3:29 pm
  • Updated:June 25, 2025 7:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজায় হামাসের বিরুদ্ধে অভিযান চলাকালীন আক্রান্ত ইজরায়েলি সেনা। বড়সড় বিস্ফোরণে মৃত্যু হল ৭ সেনা জওয়ানের। মৃতদের তালিকায় রয়েছেন এক সেনা আধিকারিকও। জানা গিয়েছে, এই হামলা চালানো হয় দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায়। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে হামাসের সেনা সংগঠন আল কসসাম ব্রিগেডস।

বুধবার হামলার কথা স্বীকার করে নেন ইজরায়েলি সেনার এক আধিকারিক। তিনি বলেন, মঙ্গলবার খান ইউনিস শহরে জঙ্গি হামলার শিকার হয়েছে সেনাবাহিনীর এক সাঁজোয়া যান। বিস্ফোরণের জেরে এক সেনা আধিকারিক-সহ মোট ৭ জন জওয়ানের মৃত্যু হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই আধিকারিক আরও বলেন, মৃত ৭ জওয়ানের মধ্যে ইতিমধ্যেই ৬ জনের দেহ প্রকাশ্যে আনা হয়েছে। তবে সরকার অন্য এক জওয়ানের পরিচয় সামনে আনেনি। শুধু তাই নয়, খান ইউনিস এলাকায় হামাস যোদ্ধাদের সঙ্গে ব্যাপক গুলির লড়াই চলে ইজরায়েলের সেনার।

এদিকে হামলার দায় স্বীকার করে নিজেদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতি জারি করা হয়েছে হামাসের তরফে। যেখানে বলা হয়েছে, দক্ষিণ গাজার এক ভবনে লুকিয়ে থাকা ইজরায়েলি সেনার উপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। মেশিন গানের মাধ্যমে ওই ভবনে হামলা চালানো হয়েছে। পাশাপাশি ১০৫টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইজরায়েলি সেনাকে লক্ষ্য করে। এই ঘটনায় ৭ ইহুদি সেনার মৃত্যু হয়েছে। তবে এই দুটি ঘটনা একই জায়গার কিনা তা জানা যায়নি।

হামাসের দাবি, সাধারণ অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। হামলার জেরে ব্যপক ক্ষতি হয়েছে ইজরায়েলি সেনার। এই হামলা আমাদের দেশের নাগরিকদের উপর হামলার জবাব। এদিকে গাজার স্বাস্থ্যমন্ত্রকের তরফে মঙ্গলবার জানানো হয়েছে, গত ২১ মাস ধরে ইজরায়েলের সেনা অভিযানে গাজায় ৫৬,০৭৭ জন নাগরিকের মৃত্যু হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement