Advertisement
Advertisement
truck driver

আমেরিকায় ৪৫ বছরের কারাদণ্ডের সম্ভাবনা! হরজিন্দরের শাস্তি কমানোর আর্জি পরিবারের

ছেলের হয়ে মার্কিন সরকারের ক্ষমা প্রার্থনা পরিবারের।

Family of Indian-origin truck driver behind US crash call for light penalty

দুর্ঘটনার আগের মুহূর্তে ইউটার্ন নিচ্ছেন হরজিন্দর।

Published by: Amit Kumar Das
  • Posted:August 24, 2025 9:03 pm
  • Updated:August 24, 2025 9:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার ফ্লোরিডায় ভয়াবহ দুর্ঘটনা ও ৩ জনের মৃত্যুর ঘটনায় ৪৫ বছরের কারাদণ্ড হয়েছে ভারতীয় বংশোদ্ভূত ট্রাকচালক হরজিন্দর সিংয়ের। এই ঘটনায় ওই যুবকের শাস্তি কমানোর আর্জি জানালেন হরজিন্দরের পরিবার ও তাঁর গ্রামবাসীরা। পরিবারের আর্জি, ‘ওর বয়স মাত্র ২৮ বছর। যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওর বয়েসের দিকটিকে গুরুত্ব দিয়ে শাস্তি কমানো হোক।’ ছেলের হয়ে মার্কিন সরকারের ক্ষমা প্রার্থনা করলেন তাঁর বাবা-মা।

Advertisement

২৮ বছর বয়সি হরজিন্দর পাঞ্জাবের তারন তারান জেলার রাতৌল গ্রামের বাসিন্দা। কয়েক বছর আগে ট্রাকচালক হিসেবে আমেরিকায় লাইসেন্স ও ভিসা পেয়ে ক্যালিফোর্নিয়া থাকতে শুরু করেন তিনি। গত ১২ আগস্ট ফ্লোরিডায় টার্নপাইকে ট্রাক নিয়ে যাওয়ার সময়, সিগন্যালে ভুল করে ইউটার্ন নিলে পিছন থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা মারে ট্রাকে। কার্যত গুঁড়িয়ে যায় গাড়িটি। মৃত্যু হয় ৩ সওয়ারির। দুর্ঘটনার পর হরজিন্দর ক্যালিফোর্নিয়া চলে যান। সেখান থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ফ্লোরিডায় নিয়ে আসে। আদালত তাঁর জামিনও খারিজ করে দেয়। মার্কিন আইন অনুযায়ী পথ দুর্ঘটনায় মৃত্যু হলে অভিযুক্তের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হয়। যেহেতু এখানে ৩ জনের মৃত্যু হয়েছে ফলে ৪৫ বছরের কারাদণ্ড হওয়ার সম্ভাবনা হরজিন্দরের।

প্রবাসে থাকা সন্তানের এমন কঠিন শাস্তির খবর পাঞ্জাবে তাঁর বাড়িতে পৌঁছলে কার্যত শোকের ছায়া নামে। পরিবার জানিয়েছে, “হরজিন্দরের বয়স মাত্র ২৮ বছর। এখন যদি তাঁর ৪৫ বছরের সাজা হয় তবে পরিবারের কী অবস্থা হবে! এ আমাদের কল্পনারও অতীত।” গ্রামবাসীরাও ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে। হরজিন্দরের পক্ষে সমর্থন জোগাড় করতে অনলাইনে প্রচারও শুরু হয়েছে। যেখানে দাবি করা হয়েছে এই দুর্ঘটনা দুর্ভাগ্যজনক। তবে অনিচ্ছাকৃত। ফলে সবদিক বিবেচনা করে শাস্তি কমানো হোক ওই যুবকের।

এদিকে এই দুর্ঘটনার পর সরগরম হয়ে উঠেছে মার্কিন রাজনীতিও। অভিযোগ, বেআইনি ভাবে মেক্সিকো সীমান্ত হয়ে হরজিন্দর আমেরিকায় ঢুকেছিলেন। তারপরও কীভাবে তাঁকে লাইসেন্স দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই অবস্থায় বিদেশি ট্রাকচালকদের ভিসা দেওয়া স্থগিত করার কথা জানিয়েছে হোয়াইট হাউস। অন্যদিকে শিরোমণি আকালি দলের সাংসদ হরসিমরত কৌর বাদল বিদেশমন্ত্রী এস জয়শংকরের কাছে অনুরোধ করেছেন যাতে হরজিন্দরকে আইনি সহায়তা দেওয়া হয় ভারত সরকারের তরফে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement