Advertisement
Advertisement

Breaking News

France

ভয়াবহ দাবানলের গ্রাসে ফ্রান্স, পুড়ে ছাই বাড়িঘর, বন্ধ বিমানবন্দর

আহতের সংখ্যা শতাধিক।

Fast-spreading wildfire in France injures over 100, forces airport closure
Published by: Subhodeep Mullick
  • Posted:July 9, 2025 2:35 pm
  • Updated:July 9, 2025 2:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধ্বংসী দাবানলের গ্রাসে ফ্রান্স। মঙ্গলবার সেদেশের পেনেস-মিরাবেউয়ের কাছে যে আগুন লেগেছিল, তা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ে। পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক বাড়িঘর। আহতের সংখ্যা শতাধিক। দাবানলের জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় মার্সেই বিমানবন্দর।

Advertisement

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলউ বলেন, “যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। আগুন নেভাতে মোতায়েন করা হয়েছে ৮০০ জন দমকলকর্মীকে।” সূত্রের খবর, পরিস্থিতি মোকবিলা করতে মার্সেইয়ের বিশেষ মেরিন দমকল বাহিনীকে নামানো হয়েছে।

ফ্রান্সের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দাবানলের জেরে ১১০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৯জন দমকলকর্মী। পাশাপাশি, এখনও পর্য্ন্ত মোট ৪০০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু অতিরিক্ত হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে খবর। বিশেষক্ষদের মতে, যদি এরকমই পরিস্থিতি চলতে থাকে, তাহলে এই দাবানল আরও ভয়ংকর আকার ধারণ করবে। দাবানলের জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় মার্সেই বিমানবন্দর। যদিও কয়েকঘণ্টা পর তা ফের চালু করে দেওয়া হয়েছে বলে খবর।

মার্সেইয়ের মেয়র বেনট পায়ান বলেন, “পরিস্থিতি খুবই উদ্বেগজনক। প্রতি মিনিটে ১.২ কিলোমিটার গতিতে এগোচ্ছে আগুন। ঘন জঙ্গল এবং তীব্র হাওয়ার কারণে সমস্যায় পড়তে হচ্ছে দমকলকর্মীদের। দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন।” ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই মুহূর্তে ব্রিটেন সফরে রয়েছেন। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি পরিস্থিতির উপর নজর রাখছি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement