Advertisement
Advertisement
Harpreet Singh

বিদেশে বসে পাঞ্জাবে একাধিক সন্ত্রাসী হামলা! আমেরিকায় গ্রেপ্তার খলিস্তানি জঙ্গি হরপ্রীত

৫ লক্ষ টাকা মাথার দাম ঘোষণা করেছিল এনআইএ।

FBI arrests Babbar Khalsa’s operative Harpreet Singh

গ্রেপ্তারের পর খলিস্তানি জঙ্গি হরপ্রীত সিং।

Published by: Amit Kumar Das
  • Posted:April 18, 2025 4:16 pm
  • Updated:April 18, 2025 4:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে বসে ভারতের একের পর এক সন্ত্রাসী হামলা! বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়ার বাড়ি-সহ পাঞ্জাবে ১৪টি গ্রেনেড হামলায় অভিযুক্ত খলিস্তানি জঙ্গি অবশেষে গ্রেপ্তার। এনআইএ-র হিটলিস্টে থাকা বব্বর খালসা সংগঠনের সদস্য হরপ্রীত সিংকে আমেরিকায় গ্রেপ্তার করেছে এফবিআই। অবশ্য সন্ত্রাসবাদ নয়, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা।

Advertisement

গত ৭ মাসে পাঞ্জাবে কমপক্ষে ১৬টি গ্রেনেড হামলার ঘটনা সামনে এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রাক্তন মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়ার বাড়ির সামনে বোমাবাজির ঘটনা। গত ৭ এপ্রিল রাতে পাঞ্জাবের জলন্ধরে নেতার বাড়ির সামনে বোমা ছোড়া হয়। এমনই ১৪টি বোমাবাজির ঘটনায় উঠে এসেছিল হরপ্রীত ওরফে হ্যাপ্পি পাসিয়ার নাম। চলতি বছরে চণ্ডীগড় গ্রেনেড হামলার চার্জশিটেও এনআইএ হরপ্রীত-সহ মোট চারজনের নাম নথিভুক্ত করেছিল। দীর্ঘ দিন ধরে এই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছিল এনআইএ ও পাঞ্জাব পুলিশ।

তদন্তকারীদের তরফে জানা যাচ্ছে, পাঞ্জাবের মাটিতে হরপ্রীতের দাপট এতটাই বেড়েছিল যে এনআইএর তরফে তাঁর মাথার দাম ঘোষণা করা হয় ৫ লক্ষ টাকা। জানা যায়, এই অভিযুক্ত পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর নির্দেশে কাজ করত। মনোরঞ্জন কালিয়া ছাড়াও মজিথা থানা ও এক ইউটিউবারের বাড়িতেও এই খলিস্তানি জঙ্গির নির্দেশ গ্রেনেড হামলা চালান হয়। তদন্তকারীদের দাবি অনুযায়ী, অভিযুক্ত হরপ্রীত অমৃতসরের বাসিন্দা। একের পর এক অপরাধে গ্রেপ্তারির ঘটনায় প্রথমে ভারত থেকে ব্রিটেনে পালায় হরপ্রীত। এরপর সেখান থেকে অবৈধভাবে প্রবেশ করে আমেরিকাতে। অবশেষে বিদেশের মাটিতে তাঁর গ্রেপ্তারি এনআইএ-র জন্য বড়সড় স্বস্তির বলে মনে করা হচ্ছে। বর্তমানে আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের হেফাজতে রয়েছে হরপ্রীত।

উল্লেখ্য, বিদেশের মাটিতে বিশেষ করে আমেরিকায় খলিস্তানি জঙ্গিদের বাড়বাড়ন্ত নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনায় ইতিমধ্যেই তৎপর হয়েছে দুই দেশ। আমেরিকায় ঘাঁটি গেড়ে থাকা ভারতের কুখ্যাত খলিস্তানি জঙ্গিদের লিস্ট ইতিমধ্যেই আমেরিকাকে পাঠিয়েছে। যে তালিকায় এই হরপ্রীতের নামও ছিল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement