বিদ্যুৎ চালিত বিমান 'Alia CX300'।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুমূল্য জ্বালানি তেলের ঝঞ্ঝাটে ইতি। এবার বিদ্যুতেই আকাশে উড়বে যাত্রীবাহী বিমান! শুনতে অবাক লাগলেও এই অসম্ভবই সম্ভব হল বিমান সংস্থা ‘বেটা টেকনোলজিস’-এর উদ্যোগে। সম্প্রতি এই বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রানও সম্পন্ন হয়েছে। অনুমান করা হচ্ছে, পরিবেশবান্ধব তো বটেই ভবিষ্যতে সস্তার বিমান যাত্রার অন্যতম পথপ্রদর্শক হতে চলেছে অত্যাধুনিক এই যাত্রীবাহী বিমান।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি আমেরিকার ইস্ট হ্যাম্পটন থেকে উড়ান ভরে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের সফলভাবে অবতরণ করে ‘Alia CX300’ বিমানটি। পরীক্ষামূলক উড়ানের সময় মাত্র ৩০ মিনিটে ৭০ নটিক্যাল মাইল অর্থাৎ ১৩০ কিলোমিটার যাত্রা করে সেটি। ‘বেটা টেকনোলজিস’ প্রতিষ্ঠাতা তথা সিইও কাইল ক্লার্ক নিজে উপস্থিত ছিলেন এই পরীক্ষার সময়। তিনি বলেন, “এই বিমান ১০০ শতাংশ বৈদ্যুতিন। যাত্রীদের নিয়েই ইস্ট হ্যাম্পটন থেকে উড়ে কেনেডি বিমানবন্দরে অবতরণ করে। আমরা ৩৫ মিনিটে ৭০ নটিক্যাল মাইল পাড়ি দেয় বিমানটি।”
পাশাপাশি তিনি আরও জানান, ভবিষ্যতে সস্তার বিমান যাত্রার অন্যতম পথপ্রদর্শক হয়ে উঠতে চলেছে বিমানটি। একবার চার্জ করতে বিমানটির খরচ পড়ে মাত্র ৭০০ টাকা। এই চার্জে বিমানটি উড়তে পারবে ২৫০ নটিক্যাল মাইল। অর্থাৎ বলার অপেক্ষা রাখে না যাত্রীদের জন্য কতখানি সস্তার সফর হবে বিমানটি। হেলিকপ্টারের চেয়েও অনেক কম খরচে গন্তব্যে পৌঁছে যাবেন যাত্রীরা। উল্লেখ্য, এই দূরত্ব পর্যন্ত যাওয়ার জন্য একটি হেলিকপ্টারের জ্বালানি খরচ পড়ে অন্তত ১৬০ ডলার।
🇺🇸HISTORIC ALL-ELECTRIC FLIGHT LANDS AT JFK
An all-electric aircraft made a landmark landing at JFK Airport on Tuesday, marking the first such arrival at the New York hub.
Vermont-based Beta Technologies’ Alia CX300 took off from Suffolk County for a 45-minute flight.
CEO…
— Mario Nawfal (@MarioNawfal)
ক্লার্ক আরও বলেন, সস্তার বিমান সফরের লক্ষ্যে শীঘ্রই চালু করা হবে এই বিমান। এর মাধ্যমে অল্প দুরত্বের যাত্রায় কম খরচে ও নির্ঝঞ্ঝাটে ও শান্তিপূর্ণভাবে পৌঁছে যাওয়া যাবে। আশা করছি এই বিমান যাত্রীদের কাছে অত্যন্ত পছন্দের হয়ে উঠবে। সংস্থার আশা, চলতি বছরের শেষলগ্নে মার্কিন অসামরিক বিমান পরিবহণ দপ্তর (FAA)-এর তরফে সরকারি ভাবে যাত্রী পরিবহণের অনুমোদনও পেয়ে যাওয়া যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.