Advertisement
Advertisement
Balochistan

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, বালোচিস্তানে ভয়াবহ দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৫

বৃহস্পতিবার সকালে বাসটি সাদিকাবাদ থেকে কোয়েট্টার উদ্দেশে রওনা দিয়েছিল।

Five dead, many injured in bus accident in Balochistan

প্রতীকী ছবি

Published by: Subhodeep Mullick
  • Posted:May 29, 2025 5:22 pm
  • Updated:May 29, 2025 5:24 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের বালোচিস্তানে ভয়াবহ দুর্ঘটনা। গভীর খাদে গড়িয়ে পড়ল যাত্রীবাহী বাস। মৃত কমপক্ষে ৫ জন। আহত আরও ২৭। শুরু হয়েছে উদ্ধারকাজ। বোলান-কোয়েট্টা হাইওয়েতে হাজি টাউনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় মানুষ। পরে খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় প্রশাসনের কর্মীরা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে বাসটি সাদিকাবাদ থেকে কোয়েট্টার উদ্দেশে রওনা দিয়েছিল। বোলান-কোয়েট্টা হাইওয়ের কাছে পাহাড়ি রাস্তায় বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে পড়ে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতাল ভর্তি করানো হয়েছে। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন। তবে এখনও উদ্ধারকাজ চলছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

পুলিশের এক আধিকারিক বলেন, “এখনও পর্যন্ত ২৭ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে আরও এক যাত্রীর।”

উল্লেখ্য, মেডিক্যাল এমার্জেন্সি রেসপন্স সেন্টার -এর তথ্য অনুযায়ী, গোটা পাকিস্তানের মধ্যে বালোচিস্তানে সবচেয়ে বেশি পথদুর্ঘটনার খবর পাওয়া যায়। ২০২৪ সালে প্রদেশটির বিভিন্ন অংশে প্রায় ২০ হাজার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪৫০ জনের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ