Advertisement
Advertisement
Cruiz Ship

মাঝসমুদ্রে ক্রুজ থেকে পড়ে গেল মেয়ে, বাঁচাতে ঝাঁপ বাবার, ভাইরাল হাড়হিম ভিডিও

ডেকের রেলিংয়ে দাঁড়িয়ে মেয়ের ছবি তোলার সময় ঘটে বিপত্তি।

Five year old girl falls from disney cruiz ship in USA, father jumps to save, video goes viral
Published by: Sucheta Sengupta
  • Posted:July 1, 2025 1:25 pm
  • Updated:July 1, 2025 1:27 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্নের সফরে বেরিয়েছিল বাবা-মেয়ে। ডিজনির বিলাসবহুল ক্রুজে চড়ে এ দ্বীপ থেকে ও দ্বীপ, চার চারটি দিন কাটানো। কী আনন্দই না ছিল ছোট্ট মেয়ের মনে! কিন্তু সেই স্বপ্নসফরেই বড়সড় বিপত্তি। ১৫ তলা ডেকের ক্রুজের চারতলা থেকে মাঝসমুদ্রে পড়ে গেল মেয়ে। আর তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দিলেন বাবা। আনন্দময় সফর নিমেষে বদলে গেল আতঙ্কে। হতভম্ব ক্রুজের অন্যান্য যাত্রীরাও। আমেরিকার ফ্লোরিডার কাছে এই ঘটনার ভিডিও ভাইরাল। সোশাল মিডিয়ায় পাতায় পাতায় ঘুরছে হাড়হিম করা ভিডিও। যদিও সমস্ত আতঙ্ক, উদ্বেগের অবসান ঘটিয়ে উদ্ধারকারী নৌকা বাবা-মেয়েকে নিরাপদে ফিরিয়ে এনেছে।

Advertisement

ঘটনা গত রবিবারের। ডিজনি ড্রিম ক্রুজ শিপে চড়ে আমেরিকার প্রায় ৪০০০ জন সমুদ্র ভ্রমণে বেরিয়েছিলেন। কথা ছিল, বাহামা দ্বীপপুঞ্জ ঘুরে ফ্লোরিডার ফোর্ট লডারডেলে নোঙর করবে। ক্রুজটিতে ১৪ তলা ডেক-সহ একাধিক অত্যাধুনিক ব্যবস্থা ছিল। প্রতিটি ডেকে যাত্রীদের জন্য কড়া সুরক্ষা ব্যবস্থাও ছিল। চারতলার ক্রুজের রেলিংয়ে দাঁড়িয়েছিল ৫ বছরের মেয়েটি। সমুদ্রের সৌন্দর্যকে পিছনে রেখে মেয়ের সুন্দর ছবি তুলে দিচ্ছিলেন বাবার। এমনই আনন্দময় মুহূর্তে সুরক্ষার ফাঁক গলে বাচ্চা মেয়েটি পড়ে যায় আচমকা। তা টের পেতেই মেয়েকে উদ্ধার করতে বাবাও ঝাঁপিয়ে পড়েন জলে। এসব দেখে আঁতকে ওঠেন অন্যান্য যাত্রীরা।

তবে আঁটসাঁট সুরক্ষার কারণে চটজলদি পদক্ষেপ করেন ক্রুজের চালকরা। কেবিন থেকে সঙ্গে সঙ্গে লাইফ সেভিং জ্যাকেট তাঁদের দিকে ছুড়ে দেওয়া হয়। ক্রুজের গতি কমিয়ে জলে পড়ে যাওয়া বাবা-মেয়ের আশপাশে ঘুরতে থাকে। তৎপর হয়ে ওঠেন নাবিক ও নিরাপত্তারক্ষীরা। প্রায় দশ মিনিট ধরে দু’জন সমুদ্র থেকে বেঁচে ফেররা জন্য লড়াই করেন। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ডিজনির তরফে জানানো হয়েছে, ”আমাদের ক্রু মেম্বাররা অতি দ্রুত অ্যাকশন নিয়েছেন। খুব কম সময়ের মধ্যেই বাবা-মেয়েকে আমাদের উদ্ধারকারী বোট উদ্ধার করেছে। আমাদের সুরক্ষা বলয় যে বেশ শক্তপোক্ত, এই ঘটনাই তার প্রমাণ।” তবে ডিজনি যাইই দাবি করুক, সবাই কিন্তু ধন্য ধন্য করছেন বাবাকেই। মেয়েকে বাঁচাতে যিনি প্রাণ তুচ্ছ করে সমুদ্রে ঝাঁপিয়েছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ