Advertisement
Advertisement
Hamas

নামেই যুদ্ধবিরতি! সাত প্যালেস্তিনীয়কে হত্যা করে গাজা ‘দখলের ডাক’ হামাসের

হাড়হিম ভিডিও ভাইরাল হতেই বাড়ছে আশঙ্কা!

Footage emerged purporting to show Palestinians attacked by Hamas

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:October 14, 2025 4:19 pm
  • Updated:October 14, 2025 4:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে ইজরায়েল ও হামাস। ‘গাজা শান্তি সম্মেলন’ ফলপ্রসূ হয়েছে বলেই মনে করা হচ্ছে। কিন্তু এহেন পরিস্থিতিতে আতঙ্ক বাড়াচ্ছে এক ভিডিও। যদিও সংবাদ প্রতিদিন ডিজিটাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি। ভিডিওটিতে দেখা গিয়েছে কীভাবে সাতজন প্যালেস্তিনীয়কে গুলি করে মারছে হামাস জঙ্গিরা। যা থেকে প্রশ্ন উঠছে যুদ্ধবিরতি চুক্তি কি বিপণ্ণ?

Advertisement

ভিডিওয় দেখা যাচ্ছে, সাতজন প্যালেস্তিনীয় হাঁটু মুড়ে বসে রয়েছে। হাত মাথার পিছনে রাখা। তাঁদের ঘিরে রয়েছে সশস্ত্র হামাস জঙ্গিরা। এরপরই দেখা যায় গুলি করে মেরে ফেলা হচ্ছে ওই প্যালেস্তিনীয়দের। দেহগুলি একে একে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পর হামাসকে উল্লাস করতেও দেখা যাচ্ছে। মনে করা হচ্ছে, ভিডিওটি সোমবারের। যা থেকে উদ্বেগ ছড়াচ্ছে, গাজাকে ইজরায়েলি সেনার হাত থেকে উদ্ধার করতে ফের লাগাতার সংঘর্ষের পথে হাঁটতে চলেছে হামাস। ইতিমধ্যেই নাকি সাত হাজার সদস্যকে গাজা দখলের ডাকও দেওয়া হয়েছে বলে দাবি জঙ্গিদের। মৃত প্যালেস্তিনীয়রা শান্তি চুক্তিতে ‘মধ্যস্থতাকারী’ হয়েছিলেন বলেই দাবি।

প্রসঙ্গত, সোমবার মিশরের শর্ম-আল-শেখ শহরের অনুষ্ঠিত হয় গাজা শান্তি সম্মেলন। সভাপতিত্ব করে আমরিকা এবং মিশর। উপস্থিত ছিলেন ইজরায়েল ও হামাসের প্রতিনিধিরা-সহ ২০ টির বেশি দেশের নেতারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ এবং রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসেরও সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। সম্মেলনে উভয়পক্ষের শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

সংঘর্ষবিরতির চুক্তি সই হওয়ার পর এই প্রথমবার পণবন্দিদের মুক্তি দেয় হামাস। ২০ জন ইজরায়েলি পণবন্দি ছিল হামাসের ডেরায়। সকলকেই মুক্তি দিয়েছে প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী। দুই ধাপে বন্দিদের মুক্ত করেছে হামাস। প্রথমে ৭ জন এবং পরে ১৩ জনকে মুক্ত করা হয়েছে। সকলেই ২ বছর পর হামাসের ডেরা থেকে ইজরায়েলে ফিরলেন। উল্লেখ্য, পরিবর্তে ১৯০০ প্যালেস্তিনীয়কে জেল থেকে মুক্তি দিচ্ছে ইজরায়েল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ