Advertisement
Advertisement
Pakistan Prime Minister

পাকিস্তানে আক্রান্তের সংখ্যা ছাড়াল ১ লক্ষের গণ্ডি, করোনার কবলে প্রাক্তন প্রধানমন্ত্রীও

এই ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে ভারতে পরমাণু বোমা মারার হুমকি দেওয়া রেলমন্ত্রী রশিদ আহমেদের শরীরেও।

Former Pakistan PM Shahid Khaqan Abbasi tests COVID-19 positive
Published by: Soumya Mukherjee
  • Posted:June 8, 2020 6:30 pm
  • Updated:June 11, 2020 4:35 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনাসুরের তাণ্ডবে চারিদিকে ত্রাহি ত্রাহি রব উঠছে। ইতিমধ্যেই বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ লক্ষের গণ্ডি। এর মধ্যেই জানা গেল করোনা আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি ও ইমরান সরকারের রেলমন্ত্রী শেখ রসিদ আহমেদ।

Advertisement

এপ্রসঙ্গে পাকিস্তানের রাজনৈতিক দল পিএমএল (নওয়াজ)-এর মুখপাত্র মারিয়ম ঔরঙ্গজেব বলেন, শাহিদ খাকান আব্বাসী করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ হয়েছে। এরপর থেকে নিজের বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।

[আরও পড়ুন: ‘মতপার্থক্য কখনও বিবাদে পরিণত হবে না’, অবশেষে লাদাখ ইস্যুতে নরম সুর চিনের]

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর পাশাপাশি করোনার প্রকোপে পড়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ। কিছুদিন আগেই ভারতে পরমাণু বোমা ফেলার হুঁশিয়ারি দিয়ে খবরের শিরোনামে এসেছিলেন তিনি। হাসির খোরাকও হচ্ছিলেন নেটদুনিয়ায়। এবার সেই ব্যক্তিই করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। শারীরিক পরীক্ষা পর তাঁর শরীরে করোনার জীবাণু পাওয়া যায়। এরপরই হোম কোয়ারেন্টাইনে চলে যান তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, এখনও পর্যন্ত পাকিস্তানে এক লক্ষ ৩ হাজার ৬৭১ জনের শরীরে করোনা ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। এর মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৩৫৫ জন মানুষ আর মৃত্যু হয়েছে ২ হাজার ৬৭ জনের। এর মধ্যে সবথেকে ভয়ানক অবস্থা পাকিস্তান অধিকৃত পাঞ্জাবের। সেখানে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯০৩ জন।

[আরও পড়ুন: বাড়ি অপরিষ্কার রাখলেই জেল, ফরমান উত্তর কোরিয়ার একনায়ক কিমের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ