Advertisement
Advertisement
Sri Lanka

শ্রীলঙ্কায় গ্রেপ্তার ‘ভারতপন্থী’ প্রাক্তন প্রেসিডেন্ট বিক্রমসিংহে, নেপথ্যে কলকাঠি নাড়ছে চিন!

দ্বীপরাষ্ট্রে ক্রমশ শক্তিশালী হচ্ছে ড্রাগনের থাবা!

former Sri Lankan President Ranil Wickremesinghe arrested
Published by: Amit Kumar Das
  • Posted:August 22, 2025 6:20 pm
  • Updated:August 22, 2025 6:33 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কায় ফের ভারত বিরোধী ষড়যন্ত্র চিনের! দ্বীপরাষ্ট্রে ক্রমশ শক্তিশালী হচ্ছে ড্রাগনের থাবা! এই সম্ভাবনা আরও উসকে দিয়ে এবার শ্রীলঙ্কায় গ্রেপ্তার ভারতপন্থী প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে। তাঁর গ্রেপ্তারির তথ্য সামনে আসতেই স্বাভাবিকভাবে শোরগোল শুরু হয়েছে। জানা যাচ্ছে, সরকারি সম্পত্তি অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রনিলকে।

Advertisement

সংবাদসংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট থাকাকালীন সস্ত্রীক ব্রিটেন সফরে গিয়েছিলেন রনিল। অভিযোগ তোলা হয়েছে, সেই সফরে সরকারি অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করেছিলেন প্রেসিডেন্ট। অভিযোগের ভিত্তিতে সম্প্রতি জিজ্ঞাসাবাদ করা হয় রনিল ও তাঁর স্ত্রীকে। এরপর গ্রেপ্তার করা হয় তাঁদের। শিঘ্রই তাঁদের কলম্বো কোর্ট মেজিস্ট্রেটের সামনে পেশ করা হবে বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, ২০২৩ সালে জি-৭৭ বৈঠকে যোগ দিতে ব্রিটেন গিয়েছিলেন রনিল ও তাঁর স্ত্রী মৈত্রী। এই সফরে রনিলের স্ত্রী উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দেন। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। তবে বিতর্কের মুখে রনিল জানান, তাঁর স্ত্রীর ভ্রমণের খরচ সরকারি অর্থ ব্যয় হয়নি। এর পর রনিলের প্রেসিডেন্ট পদ খোয়ালে এই ইস্যুতে তদন্ত শুরু হয়। তদন্তকারীরা দাবি করেন ওই সফরে রনিলের স্ত্রীর খরচ যোগানো হয় সরকারি কোষাগার থেকে। এই মামলাতেই এবার গ্রেপ্তার করা হল রনিল ও তাঁর স্ত্রীকে।

উল্লেখ্য, ২০২২ সালে শ্রীলঙ্কায় চরম আকার নেয় আর্থিক সংকটের মুখে ফেলে দেশ ছেড়ে পালান তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। কঠিন সেই সময়ে দেশের হাল ধরেন রনিল। ভারতের সাহায্য নিয়ে দেশকে অর্থনৈতিক সংকট থেকে বের করে আনেন তিনি। বিক্রমাসিংহে ২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এই সময়কালে ভারত-শ্রীলঙ্কার সম্পর্কে নতুন সেতু গঠিত হয়। চিনের ঋণের ফাঁস ছাড়াতেও তৎপর হয় নতুন শ্রীলঙ্কা। তবে সময় বদলেছে। চিনা ঋণের চাপে ক্রমশ কোণঠাসা শ্রীলঙ্কা। এই অবস্থায় ‘ভারতবন্ধু’ রনিলের গ্রেপ্তারির নেপথ্যে চিনের হাত থাকার সম্ভাবনা জোরালো হতে শুরু করেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ