Advertisement
Advertisement
France

কারনি, স্টার্মারের পর এবার ম্যাক্রোঁ, ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা ফ্রান্সের

সোমবার প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল আরও ৬ দেশ।

France recognises Palestinian as a state
Published by: Amit Kumar Das
  • Posted:September 23, 2025 11:46 am
  • Updated:September 23, 2025 11:58 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধু ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে কানাডা ব্রিটেন অস্ট্রেলিয়ার পর এবার প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ফ্রান্স। সোমবার রাষ্ট্রসংঘে ইজরায়েল ও প্যালেস্টাইন সমস্যার শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে ডাকা এক বৈঠকে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ঘোষণা করেন, ‘ফ্রান্স আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে।’ ফ্রান্সের পাশাপাশি প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে বেলজিয়াম, লুক্সেনবার্গ, মালটা, আন্দোরা ও সান মারিনো।

Advertisement

সোমবার রাষ্ট্রসংঘে বক্তব্য রাখার সময় ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, “আমার দেশ মধ্যপ্রাচ্যের প্রতি, ইজরায়েল ও প্যালেস্টাইনবাসীর মধ্যে শান্তির জন্য অঙ্গিকারবদ্ধ। সেই অনুযায়ী, আমি ঘোষণা করছি ফ্রান্স প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।” ম্যাক্রোঁর এই ঘোষণার পর সেখানে উপস্থিত প্যালেস্টাইনের প্রতিনিধিরা করতালি দিয়ে তাঁকে অভিবাদন জানান। অবশ্য এই বৈঠকে আমেরিকা বা ইজরায়েলের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

তবে প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিলেও হামাসের বিরুদ্ধে সরব হন ম্যাক্রোঁ। বলেন, হামাস যুদ্ধবিরতিতে সম্মত হলে এবং তাদের হাতে বন্দি সব পণবন্দিদের মুক্তি দেওয়া হলে তবেই প্যালেস্টাইন রাষ্ট্রে দূতাবাস খুলবে ফ্রান্স। একইসঙ্গে জানান, “প্যারিসের তরফে প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি আসলে হামাসের পরাজয়। এখন শান্তির সময় এসেছে, গাজায় চলমান এই যুদ্ধকে কোনওভাবেই সমর্থন করা যায় না।”

এর আগে গত রবিবার আমেরিকার বিরুদ্ধে গিয়ে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দিয়েছে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেইর স্টার্মার বলেন, “মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে আমরা শান্তি এবং দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করছি। যার অর্থ একটি নিরাপদ এবং সুরক্ষিত ইজরায়েল এবং প্যালেস্টাইন রাষ্ট্র।” স্টারমার যোগ করেন, “শান্তি এবং দ্বিরাষ্ট্র সমাধানের আশা পুনরুজ্জীবিত করতে এই মহান দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমি স্পষ্টভাবে বলছি, ব্রিটেন আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিচ্ছে।”

আমেরিকার বিরুদ্ধে গিয়ে বন্ধু রাষ্ট্রগুলি প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দিলেও গাজায় অভিযান বন্ধ নেই ইজরায়েলের। একটি পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত গাজায় ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ৬৪ হাজার মানুষের। এছাড়াও লক্ষ লক্ষ মানুষে গৃহহীন, দুর্ভিক্ষে মারা যাচ্ছেন অনেকে। এই অবস্থার মধ্যেও বিশ্বের একাধিক দেশ প্যালেস্টাইকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। রাষ্ট্রসংঘের ১৯৩টি দেশের মধ্যে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দিয়েছে ভারত-সহ ১৫০টি দেশ। সেই তালিকায় এবার যুক্ত হল আরও ৬ দেশ।

এদিকে রবিবার প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর ব্রিটেন, কানাডার বিরুদ্ধে তোপ দাগেন নেতানিয়াহু। তিনি বলেন, “প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ। ইজরায়েল রাষ্ট্রসংঘে এই পক্ষেপের বিরুদ্ধে অবশ্যই প্রতিক্রিয়া দেবে। মন্ত্রিসভার বৈঠকের পর এই বিষয়ে পরবর্তি সিদ্ধান্ত নেওয়া হবে।” এরসঙ্গেই তিনি যোগ করেন, “যারা প্যালেস্টাইনকে মান্যতা দিচ্ছে তারা আসলে সন্ত্রাসবাদীদের পুরস্কার দিচ্ছে। তবে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি প্যালেস্টাইন কখনই রাষ্ট্র হতে পারবে না।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ