Advertisement
Advertisement
Heatwave in Europe

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, পর্তুগালে পারদ ছাড়াল ৪৬ ডিগ্রি, ফ্রান্সে বন্ধ স্কুল, ইটালির ১৭ শহরে সতর্কতা

মাত্রাছাড়া গ্রীষ্মে তুরস্কের জঙ্গলে দাবানল দেখা দিয়েছে।

France shuts schools, Italy limits work outdoors amid 'exceptional' heatwave in Europe
Published by: Kishore Ghosh
  • Posted:July 2, 2025 12:33 pm
  • Updated:July 2, 2025 12:33 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজকের দুনিয়ায় রাষ্ট্রপ্রধানদের ঠুনকো অহঙ্কার কিংবা যুদ্ধের চেয়েও জরুরি হল পরিবেশ। ফের ঠারে-ঠোরে বুঝিয়ে দিচ্ছে প্রকৃতি। নজিরবিহীন তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ। আগুনের গোলা হয়ে উঠেছে ইটালি, ফ্রান্স, স্পেনের মতো দেশগুলি। গত কয়েক দিনে স্পেনে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রির বেশি। অবস্থা এমনই যে ফ্রান্সের ইমানুয়েল ম্যাঁক্রো সরকার দেশের ১৯০০ স্কুল বন্ধ করে দিয়েছে। মাত্রাতিরিক্ত তাপপ্রবাহে ইটালির ১৭টি শহরে জারি হয়েছে সতর্কতা। প্রভাব পড়ছে ঐতিহ্যবাহী উইম্বলডন টেনিস চাম্পিয়নশিপ এবং আমেরিকারয় চলা ক্লাব বিশ্বকাপেও।

Advertisement

বাংলা-সহ ভারতের অধিকাংশ অঞ্চলে যখন বর্ষাকাল, সেই সময়েই গ্রীষ্মকাল ইউরোপ ও আমেরিকায়। যদিও প্রধানত শীতের দেশের গ্রীষ্মের তাপমাত্রা থাকে আরামদায়ক। কিন্তু বিশ্ব উষ্ণায়ণের প্রভাবে গত এক দশকে ইউরোপেও লাগামছাড়া গরম পড়ছে। গত কয়েক দিনে তেমন গরেমেই নেজাল অবস্থা ফ্রান্স-স্পেন-ইটালির পাশাপাশি আমেরিকা-কানাডার। কোথাও কোথাও গরমের আগের সব রেকর্ড ভাঙছে। কোথাও ৪০ ডিগ্রি সেলসিয়াস, আবার কোথাও ৪৬ ডিগ্রি, কোথাও কোথাও আবার তাপমাত্রা ৫০ ডিগ্রি ছুঁইছুঁই। এই অবস্থায় প্রশাসনের বার্তা, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বোরোবেন না।

দাবদহের জেরে তুরস্কের জঙ্গলে দাবানল দেখা দিয়েছে। বিশেষজ্ঞ বক্তব্য, উষ্ণায়নের জেরে গোটা বিশ্বেই তাপমাত্রা ঊর্ধমুখী, তবে ইউরোপে দ্বিগুণ গতিতে গরম বাড়ছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি উত্তর গোলার্ধের ফ্রান্স (সর্বোচ্চ তাপমাত্রা ৪০-৪১ ডিগ্রি সেলসিয়াস), স্পেন (সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াস), পর্তুগাল (সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৪৬.৬ ডিগ্রি ছুঁয়েছে), ইটালি , গ্রিস (সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস) এবং সুইৎজারল্যান্ডের। এছাড়াও গ্রিস এবং তুরস্কে ব্যাপক গরম পড়েছে। এমনকী ব্রিটেনের তাপমাত্রা ৩৩ সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। এর জেরে উইম্বলডন টেনিস টুর্নামেন্টের খেলা দেখতে এসে অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি।

অন্যদিকে পারদ চড়ছে আমেরিকা এবং কানাডাতেও। অতিরিক্ত গরমের মধ্যে আমেরিকায়  ক্লাব বিশ্বকাপের খেলা চলায় সমালোচিত বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফা। খেলোয়াড়দের স্বাস্থ্য সংক্রান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বিগত কয়েকটি গ্রীষ্মে কানাডায় গরমে মানুষের মৃত্যুর ঘটনাও দেখা গিয়েছে। সেবার দেশটির কোনও কোনও অঞ্চলে পারদ ছুঁয়েছিল ৫০ ডিগ্রিতে।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ