সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুজনেই প্রেসিডেন্ট। বন্ধুত্বও বেশ মধুর। তবে ভারতের মতো ‘অতিথি দেব ভব’ নীতি তো আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধাতে নেই। যার ফল, নিজের সুবিধার্থে বিপাকে ফেললেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে। রাষ্ট্রসংঘের সভায় যাওয়ার পথে ট্রাম্পের কনভয় পাশ করাতে ম্যাক্রোঁর কনভয় আটকে দিল মার্কিন পুলিশ। এই ঘটনায় যারপরনাই বিরক্ত ফ্রান্স প্রেসিডেন্ট রাস্তা থেকেই ফোন করলেন ট্রাম্পকে। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ঘটনার ভিডিও।
জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে নিউইয়র্কের রাস্তায়। নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্টের কনভয় যে রাস্তা দিয়ে যায়, সেই রাস্তা সম্পূর্ণ ফাঁকা করে দেওয়ার। ট্রাম্পের যাত্রাপথে সমস্যা এড়াতে অন্যান্য সমস্ত গাড়ি আটকে দেওয়া হয় মার্কিন পুলিশের তরফে। যার জেরে যানজটে আটকে পড়েন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। এই অবস্থায় গাড়ি থেকে নেমে পাশে থাকা এক আধিকারিককে তিনি বলেন, ‘তাঁর কনভয় ছেড়ে দেওয়ার জন্য। তবে ওই আধিকারিক তাতে রাজি হননি। ক্ষমা চেয়ে জানিয়ে দেন তিনি নিয়ম ভাঙতে পারবেন না।’
এই পরিস্থিতিতে পুলিশ আধিকারিককে ভড়কে দিয়ে পকেট থেকে ফোন বের করেন ট্রাম্প। বলেন, ট্রাম্পকে সরাসরি ফোন করছি। এরপর ফোনে হেসে বলেন, “হ্যাঁ কী বলছেন? আমি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। কারণ আপনার জন্য সমস্ত কিছু থমকে গিয়েছে।” উল্লেখ্য, ট্রাম্পের কনভয় চলে যাওয়ার পর রাস্তায় যানজট তৈরি হয়।
French President Macron phoned US President Trump after being stopped at a New York street blocked off for his US counterpart’s motorcade during the United Nations General Assembly
— Reuters (@Reuters)
ফরাসি সংবাদমাধ্যমের মতে, দুই রাষ্ট্রনেতার মধ্যে মজার ছলেই ফোনালাপ চলে। ম্যাক্রোঁ ট্রাম্পের সঙ্গে গাজা ইস্যু নিয়েও আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেন। ম্যাক্রোঁ বলেন, তিনি এই সপ্তাহের শেষে কাতার ভ্রমণ করবেন এবং গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চান। মাঝরাস্তায় ম্যাক্রোঁর এহেন ফোন করার ঘটনায় তাঁর রসবোধ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেন ট্রাম্প। বেশ কিছুক্ষণ কথাও হয় দু’জনের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.