সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণক্লান্ত গাজার রাজপথে শয়ে শয়ে প্রতিবাদীর ভিড়। উঠল হামাস-বিরোধী স্লোগান। বিক্ষোভকারীদের পরিষ্কার আবেদন, হামাসকে ছাড়তে হবে গাজা ভূখণ্ড। লাগাতার চলতে থাকা যুদ্ধের অসহনীয় ভার কার্যতই পাষাণভার হয়ে বসেছে প্যালেস্তিনীয়দের বুকে। তাঁদের কাতর আর্জি, ”আমরা শান্তিতে থাকতে চাই।”
দীর্ঘ সময় ধরে হামাসের উপরে বদলা নিতে গাজায় হামলা চালিয়ে গিয়েছে ইজরায়েলি সেনা। আর তার জেরে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার! যার মধ্যে শিশুর সংখ্যা ১৫ হাজারেরও বেশি। প্রায় ৯০০টি সদ্যোজাত। এই সংখ্যাও স্রেফ নথিভুক্ত মৃত্যুর হিসেব। আশঙ্কা, আরও বহু মানুষের দেহ মাটির নিচে রয়েছে। সেগুলি উদ্ধার হলে মৃতের সংখ্যা আরও অনেক বাড়বে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। এই লাগাতার মৃত্যুমিছিল, ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ির ছবিটা থেকে বেরিয়ে আসতে উন্মুখ প্যালেস্তিনীয়রা। আর তাই তাঁরা এবার হামাসকে গাজা ছাড়ার দাবি জানাচ্ছেন।
Three messages from the Gazans to the world, and why the people will win this time:
1. “Hamas are terrorists.”
2. “We want peace.”
3. “We want to live a normal life.”It is not the first time the people of protested against Hamas rule. Similar protests have happened many…
— Dalia Ziada – داليا زيادة (@daliaziada)
জানা গিয়েছে, উত্তর গাজার রাস্তায় শয়ে শয়ে প্রতিবাদীরা নেমে এসেছিলেন মঙ্গলবার। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা গিয়েছে তাঁদের কণ্ঠে ”আউট, আউট, আউট, হামাস আউট”, ”হামাস সন্ত্রাসবাদী” কিংবা ”যুদ্ধ নয় শান্তি চাই” স্লোগান। সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে এও জানা গিয়েছে, বিক্ষোভকারীদের সরাতে সেখানে হাজিয় হয় বন্দুকধারী, মুখোশ পরিহিত হামাস জঙ্গিরাও।
কিন্তু এই আন্দোলনের ডাক দিল কে? তা এখনও জানা যায়নি। জানা যাচ্ছে, টেলিগ্রামেই এই নিয়ে পোস্ট করা হয়েছিল। আর তাতেই সাড়া দিয়ে কাতারে কাতারে অসহায় প্যালেস্তিনীয় ভিড় জমান গাজার রাজপথে। বলে রাখা ভালো, এই ধরনের বিক্ষোভ আগেও অনেকবার ঘটেছে। কিন্তু সংবাদমাধ্যমে সবসময়ই তা কম প্রচারিত হয়েছে। এবং হামাস এবং তাদের আঞ্চলিক সমর্থকরা নিষ্ঠুরভাবে দ্রুত তা দমন করেছে। কিন্তু এবার বেড়েছে প্রতিবাদের ঝাঁজও। বিপর্যস্ত জীবনে এবার মরিয়া হয়েই পরিবর্তন আনতে মরিয়া সাধারণ প্যালেস্তিনীয়রা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.