ইজরায়েলি যুবক রোই ও তাঁর প্রেমিকা।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখের সামনে প্রেমিকাকে খুন করেছিল হামাস জঙ্গিরা। ২ বছর পেরিয়ে গেলেও প্রেমিকাকে হারানোর সেই শোক কাটিয়ে উঠতে পারেননি ইজরায়েলের ৩০ বছর বয়সি যুবক রোই শালেভ। হামাসের হাত থেকে প্রাণে বাঁচলেও প্রেমিকার শোকে আত্মঘাতী হলেন রোই। সম্প্রতি এক গাড়ির মধ্য থেকে উদ্ধার হল তাঁর দগ্ধ দেহ।
ইজরায়েলের সংবাদমাধ্যমের তরফে জানা যাচ্ছে, প্রেমিকার মৃত্যুর ভয়াবহ স্মৃতি রোইকে মানসিক অবসাদের দিকে ঠেলে দিয়েছিল। দিনের পর এই যন্ত্রণা সহ্য করতে না পেরেই আত্মঘাতী হয়েছেন ওই যুবক। প্রত্যক্ষদর্শীদের দাবি, আত্মঘাতী হতে একটি পেট্রোলের ক্যান কিনেছিলেন যুবক। এরপর গাড়ির ভেতরেই সেই ক্যান জ্বালিয়ে অগ্নিদগ্ধ হন। মৃত্যুর আগে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন রোই। যেখানে তিনি লিখেছেন, ‘আমার উপর রাগ করো না। আমাকে কেউ বুঝবে না জানি। কিন্তু এই যন্ত্রণা আমি নিতে পারছি না। বেঁচে আছি ঠিকই কিন্তু ভিতর থেকে আমি মরে গিয়েছি।’
২০২৩ সালের ৭ অক্টোবর প্রেমিকা মাপাল আদাম ও বন্ধুর সঙ্গে নোভা মিউজিক ফেস্টিভ্যালে গিয়েছিলেন রোই শালেভ। সেই অনুষ্ঠানেই হামাসের অতর্কিত হামলা চালিয়েছিল হামাস। এই হামলায় মৃত্যু হয় ৩৭৮ জনের। যার মধ্যে ৩৪৪ জনই ইজরায়েলের নাগরিক। হামলা চলাকালীন কোনওভাবে পালিয়ে একটি গাড়ির নিচে লুকোনোর চেষ্টা করেন তাঁরা। মরার ভান করে রোই শুয়ে পড়েছিলেন আদামের উপর। এভাবে কয়েক ঘণ্টা পড়ে থাকলেও শেষ রক্ষা হয়নি জঙ্গিদের গুলিতে প্রাণ হারান আদাম। প্রেমিকার মৃত্যুশোক গত ২ বছর ধরে মানসিকভাবে ক্ষতবিক্ষত করেছে রোইকে।
চলতি সপ্তাহে এই হামলার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নোভা ট্রাইব কমিউনিটি একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে উপস্থিত ছিলেন ওই যুবকও। শান্ত মুখে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। অবশেষে প্রেমিকার শোকে আত্মঘাঁটি হলেন তিনিও। রোইয়ের মৃত্যুর পর সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন মায়ান আদামের দিদি মাপাল আদাম। যেখানে তিনি লেখেন, ‘রোইকে আমরা ৭ অক্টোবর হারিয়েছি। আজ ও শুধু সাড়ীড়ীকভাবে চোলে গেল। আশা করি এখন ওরা দু’জন একসঙ্গে আছে, হাসছে, আগের মতো।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.