Advertisement
Advertisement
Gaza

অনাহারে ধুঁকছে অসহায় প্যালেস্তিনীয়রা! পাশে দাঁড়াতে গাজায় যাচ্ছেন গ্রেটা থুনবার্গ

এক মানবিক মিশনে যোগ দিচ্ছেন এই তরুণী।

Greta Thunberg set to Gaza
Published by: Biswadip Dey
  • Posted:June 1, 2025 2:18 pm
  • Updated:June 1, 2025 3:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে চেনে গোটা বিশ্ব। এবার তিনি গাজায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন। গাজায় ইজরায়েলি সেনার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং সেখানকার অসহায় মানুষদের পাশে দাঁড়াতেই এক মানবিক মিশনে যোগ দিচ্ছেন এই তরুণী। তাঁর সফরসঙ্গী হচ্ছেন আইরিশ অভিনেতা লিয়াম কানিংহ্যাম এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান। সপ্তাহান্তেই তাঁদের গাজায় পৌঁছনোর কথা।

জানা গিয়েছে, মাডলিন নামের এক জাহাজ ইটালির ক্যাটালিনা থেকে গাজায় যাবে জরুরি ত্রাণ নিয়ে। উদ্দেশ্য গণহত্যা-দীর্ণ গাজায় অনাহারে থাকা প্যালেস্তিনীয়দের পাশে গাঁড়াতেই এই যাত্রা। আর তারই শরিক হবেন গ্রেটা। ইতিমধ্যে তাঁকে গাজার জন্য আন্তর্জাতিক মহলের পাশে না দাঁড়ানোর অভিযোগ তুলে সরব হতে দেখা গিয়েছে। তিনি বলেছেন, ”বিশ্ব এই পরিস্থিতিতে নীরব থাকতে পারে না। যেভাবে বিশ্বকে নিষ্ক্রিয় থাকতে দেখা যাচ্ছে তা অত্যন্ত ভয়ংকর। আমরা দেখছি ২০ লক্ষ মানুষ অনাহারে রয়েছে।”

গত আড়াই মাস ধরে গাজা অবরুদ্ধ করে অভিযান চালাচ্ছিল ইহুদি সেনা। গুরুতর এই পরিস্থিতিতে বিশ্বের চাপের মুখে পড়ে গাজায় ত্রাণ পাঠানোর অনুমতি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেইমতো সেখানে বিভিন্ন দেশ থেকে পাঠানো হচ্ছে ত্রাণ সামগ্রী। তবে দুর্ভিক্ষপীড়িত গাজায় ত্রাণ পাঠাতে গিয়ে রীতিমতো সমস্যার মুখে পড়তে হচ্ছে সাহায্যকারী সংগঠনগুলিকে। বুভুক্ষের দলের ভিড়ে তৈরি হয়েছে ট্রাক লুটের মতো পরিস্থিতি।

রবিবারও থালা হাতে ত্রাণের লাইনে দাঁড়িয়ে থাকা বুভুক্ষদের ভিড়ে এলোপাথাড়ি গুলি চালাতে দেখা গিয়েছে ইজরায়েলি সেনাকে। দক্ষিণ গাজার রাফায় এই মর্মান্তিক হামলায় মৃত্যু হল অন্তত ৩০ জনের। পাশাপাশি আহত হয়েছেন আরও ১১৫। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ইহুদি সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নতুন করে। এই পরিস্থিতিতে গ্রেটা থুনবার্গ-সহ বহু বুদ্ধিজীবী যাচ্ছেন গাজার মানুষদের পাশে দাঁড়াতে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement