ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই বিয়ে। শুরু হতে চলেছিল জীবনের নতুন অধ্যায়। তার আগেই সব শেষ। বাগদান পর্বে হবু স্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তোলার সময় আচমকা ছন্দপতন। বজ্রাঘাতে মৃত্যু হল যুবকের। গত বুধবার এই মর্মান্তিক ঘটনার সাক্ষী চিনের ইউনান প্রদেশ।
চিনের ইউনান প্রদেশের বিখ্যাত পর্যটন কেন্দ্র জেড ড্রাগন স্নো মাউন্টেন। জীবনের বিশেষ মুহূর্ত বলে কথা। তাই বাগদানের ছবি ওই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ক্যামেরাবন্দি করার ইচ্ছা ছিল রুয়ান এবং তাঁর হবু স্ত্রীর। সে কারণে জেড ড্রাগন স্নো মাউন্টেনে গিয়েছিলেন দু’জনে। সেখানে দাঁড়িয়ে ছবি তুলছিলেন তাঁরা। আচমকা বজ্রপাতে মৃত্যু রুয়ানের। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে ছুটে যায় উদ্ধার যায় উদ্ধারকারী দল। রিয়ানের দেহ উদ্ধার করেন ওই দলের সদস্যরা।
চিনা সংবাদমাধ্যম সূত্রে খবর, দিনকয়েক ধরে ওই এলাকায় আবহাওয়া ভাল নয়। আবহাওয়া দপ্তরের তরফে আগাম সতর্কতাও জারি করা হয়েছিল। ঝড়বৃষ্টি হতে পারে বলেই জানানো হয়েছিল। তবে সেই সতর্কতায় কান দেয়নি ওই যুগল। সতর্কতা সত্ত্বেও জেড ড্রাগন স্নো মাউন্টেনে যাওয়ার পরিকল্পনা বাতিল করেননি তাঁরা। নির্দিষ্ট জায়গাতেই বাগদানের ছবি তুলতে গিয়েছিলেন দু’জনে। তারপরই এমন বিপদ।
জীবনের নতুন অধ্যায় শুরুর আগেই এমন ছন্দপতন মানতে পারছেন না কেউ। প্রয়াত রিয়ান ও তাঁর হবু বধূর পরিবারের লোকজন ভেঙে পড়েছেন। আবহাওয়া দপ্তরের সতর্কতা শুনলে হয়তো এমন বিপদ ঘটত না, বারবার একই কথা বলছেন প্রায় সকলেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.