সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কূটনৈতিক বিশ্বের নজরে H-1B ভিসা। শুক্রবার একধাক্কায় এই ভিসার দাম ১ লক্ষ ডলার (প্রায় ৮৮ লক্ষ টাকা) করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সঙ্গে তাল মিলিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হোয়াইট হাউস পরিষ্কার জানিয়েছে, অন্য দেশ থেকে লোক না নিয়ে আগে আমেরিকানদের সুযোগ দিতে হবে। কিন্তু এহেন পরিস্থিতিতে নিজের দেশের সংস্থার কাছেই ধাক্কা খেলেন ট্রাম্প! দুই শীর্ষস্থানীয় মার্কিন সংস্থা সোমবারই ভারতীয়দের সিইও পদে নিয়োগ করেছে।
এই দুই সংস্থার অন্যতম মার্কিন টেলিকম জায়ান্ট ‘টি-মোবাইল’। তারা সিইও হিসেবে বেছে নিয়েছে শ্রীনিবাস গোপালনকে। তিনি এতদিন সংস্থার চিফ অপারেটিং অফিসার ছিলেন। কিন্তু এবার তাঁকে সরাসরি সিইও পদে নিযুক্ত করল টি-মোবাইল। এমন সম্মান পেয়ে অভিভূত ‘শ্রীনি’ জানাচ্ছেন, ”টি-মোবাইলের পরবর্তী চিফ এগজিকিউটিভ অফিসারের ভূমিকায় আমাকে বেছে নেওয়া আমি গভীর ভাবে অভিভূত।” পাশাপাশি শিকাগোর শীর্ষস্থানীয় পানীয় নির্মাণকারী সংস্থা মলসন কুয়ার্সও রাহুল গয়ালকে নিযুক্ত করেছে সিইও হিসেবে। ১ অক্টোবর থেকে তিনি নতুন দায়িত্ব সামলাবেন।
নিঃসন্দেহে এই দুই শীর্ষস্থানীয় সংস্থার এমন সিদ্ধান্তে ট্রাম্পের ‘মাগা’ ধাক্কা খাবে। মাইক্রোসফটের সত্য নাদেলা কিংবা অ্যালফাবেটের সুন্দর পিচাইয়ের মতো আরও বহু ভারতীয় অবশ্য এখনও বিখ্যাত মার্কিন সংস্থাগুলির একেবারে শীর্ষস্থানীয় অবস্থানেই রয়েছেন। এখন দেখার, H-1B ভিসার খরচ একলাফে বহুগুণ বাড়ানোর পরও ভারতীয়দের শীর্ষপদে নিয়োগের এই প্রবণতাকে ট্রাম্প কী চোখে দেখেন। এখনও পর্যন্ত অবশ্য মার্কিন প্রেসিডেন্ট এই নিয়ে কোনও মন্তব্যই করেননি।
যদিও এইচ- ওয়ানবি ভিসা-র নিয়ম মেনেই বহু বছর ধরে আমেরিকার নামী সংস্থাগুলি বহু বছর ধরে বিদেশি নাগরিক তথা দক্ষ শ্রমিক ও প্রযুক্তিবিদদের নিজেদের দেশে নিয়ে এসে নানা প্রোজেক্টের কাজ করেছে। কিন্তু সেই পেশাদারি ভিসার খরচ এভাবে অনেকখানি বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় মার্কিন সংস্থাগুলির পাশাপাশি আমেরিকায় কাজ করতে ইচ্ছুক ভারতীয়দের কপালে ভাঁজ পড়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.