Advertisement
Advertisement
Hamas

সমস্ত ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দিল হামাস, ‘যুদ্ধ শেষ’, ঘোষণা ট্রাম্পের

পরিবর্তে ১৯০০ প্যালেস্তিনীয়কে জেল থেকে মুক্তি দিচ্ছে ইজরায়েল।

Hamas frees all Israeli hostages and Donald Trump says war is over
Published by: Kishore Ghosh
  • Posted:October 13, 2025 3:57 pm
  • Updated:October 13, 2025 8:28 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফলপ্রসূ হয়েছে ‘গাজা শান্তি সম্মেলন’। যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে ইজরায়েল ও হামাস উভয়পক্ষ। সংঘর্ষবিরতির চুক্তি সই হওয়ার পর এই প্রথমবার পণবন্দিদের মুক্তি দিল হামাস। ২০ জন ইজরায়েলি পণবন্দি ছিল হামাসের ডেরায়। সককেই মুক্তি দিয়েছে প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী। দুই ধাপে বন্দিদের মুক্তি দিয়েছে তারা। প্রথমে ৭ জন এবং পরে ১৩ জনকে মুক্ত করা হয়েছে। সকলেই ২ বছর পর হামাসের ডেরা থেকে ইজরায়েলে ফিরলেন। উল্লেখ্য, পরিবর্তে ১৯০০ প্যালেস্তিনীয়কে জেল থেকে মুক্তি দিচ্ছে ইজরায়েল। এরপরেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ‘যুদ্ধ শেষ’!

Advertisement

পণবন্দিদের মুক্তির খবর আসতেই কার্যত উৎসবে মেতে উঠেছেন ইজরায়েলি আমজনতা। প্রতি মুহূর্তের খবর সম্প্রচার করতে ইজরায়েলের পথে পথে জায়ান্ট স্ক্রিন টাঙানো হয়েছে। সেখানে হাজারে হাজারে ইজরায়েলি মানুষ ভিড় করে খবর দেখছেন। পণবন্দিদের মুক্তির খবরে জাতীয় পতাকা উড়িয়ে উল্লাসে ফেটে পড়েছেন তাঁরা।

জানা গিয়েছে, প্রত্যেক পণবন্দির জন্য নিজেদের হাতে লেখা চিঠি দেবেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তাঁর স্ত্রী সারা। তাতে লেখা, ‘ইজরায়েলের প্রত্যেক মানুষের তরফ থেকে আমরা তোমাদের স্বাগত জানাই। বহুদিন ধরে তোমাদের জন্য অপেক্ষা করেছি।’ এছাড়াও প্রত্যেক পণবন্দিকে উপহার হিসাবে জামাকাপড়, ল্যাপটপ, ফোন, ট্যাবলেট দেওয়া হবে। তাঁদের বাড়ি ফেরার পথে ইজরায়েলের জাতীয় পতাকাও লাগানো হয়েছে।

প্রসঙ্গত, মিশরের শর্ম-আল-শেখ শহরের অনুষ্ঠিত হয় গাজা শান্তি সম্মেলন। সভাপতিত্ব করে আমরিকা এবং মিশর। উপস্থিত ছিলেন ইজরায়েল ও হামাসের প্রতিনিধিরা-সহ ২০ টির বেশি দেশের নেতারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ এবং রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসেরও সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ