Advertisement
Advertisement

Breaking News

Hamas

ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি! গাজায় ৩ প্যালেস্তিনীয়কে প্রকাশ্যে হত্যা হামাসের, ভাইরাল ভিডিও

হত্যাকাণ্ডে উৎসাহ দিতে দেখা গেল উন্মত্ত জনতাকে।

Hamas-led authorities execute 3 alleged Israel collaborators

হত্যাকাণ্ডের ঠিক আগের মুহূর্ত।

Published by: Amit Kumar Das
  • Posted:September 23, 2025 9:48 am
  • Updated:September 23, 2025 10:23 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিছমোড়া অবস্থায় হাঁটুগেড়ে বসে তিন জন। চারপাশে ভিড় করে রয়েছে উন্মত্ত জনতা। জনতার দরবারে আরবি ভাষায় তাঁদের অপরাধ শাস্তির বিধান দিচ্ছে অস্ত্রধারী এক ব্যক্তি। কিছুক্ষণের মধ্যেই পরপর তিনটি গুলি, লুটিয়ে পড়লেন তিনজন। নৃশংস সেই ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়। ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তুলে ৩ প্যালেস্তিনীয়কে এভাবেই প্রকাশ্যে হত্যা করল হামাস।

Advertisement

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, হামাসের গোপন ডেরার তথ্য ফাঁসের অভিযোগে প্যালেস্টাইনের ৩ ব্যক্তি প্রকাশ্যে হত্যা করেছে হামাস। গাজা হাসপাতালের শিফা হাসপাতালের বাইরে এই নৃশংস হত্যাকাণ্ড চলে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ৪ জন হামাস যোদ্ধাকে প্রত্যেকের হাতেই অত্যাধুনিক অস্ত্র। তিন অভিযুক্তকে চোখ বাঁধা ও হাঁটু গেড়ে বসানোর পর আরবি ভাষায় তাঁদের অপরাধ জনতার সামনে শোনানোর পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। খুনের পর মৃতদেহের উপর কাগজের টুকরো রাখা হয় যেখানে লেখা, ‘বিশ্বাসঘাতকরা শাস্তি পাবেই। প্রত্যেকের জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে।’

হামাসের তরফে জানানো হয়েছে, এই অপরাধীরা দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। যার জেরেই তাদের শাস্তি দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, যাঁদের হত্যা করা হয়েছে তাঁদের একজন স্বীকার করেছেন ইজরায়েলের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। তবে দ্বিতীয়জন সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তবে এই ধরনের ঘটনা গাজায় এই প্রথমবার নয়, হামাসের বিরুদ্ধে কথা বললে এই ধরনের হত্যাকাণ্ড এর আগেও দেখা গিয়েছে গাজায়। গত মে মাসে মানবিক সাহায্য ও ত্রাণ সরবরাহ লুট করার অভিযোগে হামাস ৬ জন প্যালেস্তিনীয়কে হত্যা করে। আরও ১৩ জনের পায়ে গুলি করা হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ