ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজার মাটি থেকে হামাসকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে ফের বড় সাফল্য ইজরায়েল সেনার। রবিবার ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা করলেন, সেনা অভিযানে গাজায় মৃত্যু হয়েছে হামাসের মুখপাত্র তথা শীর্ষ কমান্ডার আবু ওবাইদা। গাজা শহরে এয়ারস্ট্রাইক চলাকালীন মৃত্যু হয়েছে তার। যদিও হামাসের পক্ষ থেকে ওয়াইদার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি।
জানা যাচ্ছে, গত শুক্রবার শেষবার গাজায় ওবাইদার গতিবিধি নজরে এসেছিল। ইজরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে বিবৃতি জারি করে এই নেতা। এরপরই শোনা গেল মৃত্যু হয়েছে ওবাইদার। এই নিখুঁত অভিযানের জন্য ইজরায়েলের প্রতিরক্ষাবাহিনী ও দেশের গোয়েন্দা সংস্থা শিন বেতকে অভিনন্দন জানিয়ে সোশাল মিডিয়ায় বিবৃতি দেন প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কার্তজ। হামাসের তরফে তাদের নেতার মৃত্যু বিষয়ে কিছু না জানানো হলেও বলা হয়েছে, রবিবার গাজার এক আবাসনে ইজরায়েল বিমান হামলা চালায়। সেই অভিযানে অন্তত ৭ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ২০ জন। এর আগে অবশ্য ওবাইদার উপর হামলার কথা জানিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যদিও সেই হামলা মারাত্মক কিনা তা স্পষ্ট করা হয়নি তখন। এবার মৃত্যুর খবর নিশ্চিত করল সেনা।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে শুরু হওয়া হামাস ও ইজরায়েল সংঘাতে। এখনও পর্যন্ত হামাসের বহু শীর্ষ নেতার মৃত্যু হয়েছে। হাতেগোনা যে কয়েকজন শীর্ষ নেতা জীবিত ছিল তাদের মধ্যে অন্যতম এই আবু ওবাইদা। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় অন্যতম ভূমিকা ছিল এই ওবাইদার। ইজরায়েলের হামাস নিকেশ অভিযানের লক্ষ্যে ওবাইদার মৃত্যু যে বড় সাফল্য তা বলার অপেক্ষা রাখে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.