Advertisement
Advertisement
Harvard

আত্মহত্যায় উসকানি দিচ্ছে এই সমস্ত পেশা! দেখে নিন তালিকা

পেশাই যদি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়!

Harvard psychologist reveals careers leading to higher self harm risk
Published by: Subhodeep Mullick
  • Posted:September 18, 2025 7:11 pm
  • Updated:September 18, 2025 8:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঁচে থাকতে গেলে জীবনে অর্থের প্রয়োজন। আর অর্থ আসে জীবিকা নির্বাহ করে। কিন্তু পেশাই যদি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়! হ্যাঁ, পৃথিবীতে এমন কিছু কিছু পেশা রয়েছে, যা মানুষকে আত্মহত্যায় উসকানি দিচ্ছে। এমনটাই জানিয়েছেন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক তথা গবেষক ডঃ ম্যাথিউ নক।

Advertisement

তিনি বলেন, “আমেরিকার প্রায় ১৫ শতাংশ মানুষ আত্মহত্যার কথা ভাবেন। তাঁদের এক তৃতীয়াংশ কখনও কখনও আত্মহত্যার চেষ্টা করেন। যারা চেষ্টা করে বেঁচে যান, তাঁদের মধ্যে প্রতি পাঁচজনের মধ্যে একজন ফের চেষ্টা করেন। যাঁরা আত্মহত্যার চেষ্টা করেও বেঁচে গিয়েছেন, তাঁদের কি অনুশোচনা হয়েছে? প্রতি ৪ জনের মধ্যে ৩ জন জানিয়েছিলেন যে তাঁদের অনুশোচনা হয়েছে।”

কোন কোন পেশাগুলি আত্মহত্যায় উসকানি দিচ্ছে? ম্যাথিউয়ের মতে, পেশায় যাঁরা পুলিশ আধিকারিক, চিকিৎসক, জওয়ান এবং সেনাকর্মী – তাঁদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। তিনি বলেন, “কর্মস্থলের সমস্ত ক্ষেত্রেই মহিলা পুলিশকর্মীদের অনেক বেশি সমস্যার মুখোমুখি হতে হয়। যে সমস্ত পেশায় আগ্নেয়াস্ত্রের মতো মারাত্মক বস্তুগুলি সহজেই হাতের নাগালে পাওয়া যায়, সেই সমস্ত পেশার মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি।” তিনি জানান, আত্মহত্যার নেপথ্যে কর্মক্ষেত্রে মানসিক চাপের মতো কারণও রয়েছে। ম্যাথিউ বলেন, “উন্নত প্রযুক্তির ফলে আজকে কৃত্রিম বুদ্ধিমত্তা বাজারে এসেছে। এটি যুগান্তরকারী আবিষ্কার। কিন্তু এর বিপদও রয়েছে।” আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানুষ যে কাজ হারাচ্ছেন সেই প্রসঙ্গটিই তিনি উথ্থাপন করতে চেয়েছেন। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement