সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকার নিউ ইয়র্ক। জলমগ্ন রাস্তাঘাট। থমকে জনজীবন। নিউ ইয়র্কের পাশাপাশি খারাপ অবস্থা নিউ জার্সিরও। ইতিমধ্যেই সেখানে জারি করা হয়েছে জরুরি অবস্থা।
সোমবার উত্তর-পূর্ব এবং মধ্য-আটলান্টিকের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়। প্রবল বৃষ্টিপাতের জেরে কার্যত জলের তলায় চলে গিয়েছে নিউ ইয়র্কের একাধিক রাস্তা, মেট্রো স্টেশন, পেট্রল পাম্প ইত্যাদি। বাতিল করা হয়েছে বহু বিমান। আবহাওয়া দপ্তরের তরফে ইতিমধ্যেই নিউ ইয়র্কের ম্যানহাটন, ব্রঙ্কস, ব্রুকলিন, কুইন্স এবং স্টেটেন দ্বীপে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। একই পরিস্থিতি নিউ জার্সির। ভারী বৃষ্টিপাতের জেরে সেখানে থমকে গিয়েছে জনজীবন। সেখানকার গভর্নর ফিল মারফি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘প্রবল বৃষ্টির জেরে শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খুব প্রয়োজন না পড়লে আপাতত কেউ বাড়ির বাইরে বেরোবেন না।’ আগামী কয়েকদিন ম্যানহাটন এবং স্টেটেন দ্বীপে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে সেখানকার অবস্থা আরও খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে।
দিনকয়েক আগেই ভারী বৃষ্টিপাত এবং বন্যার জেরে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছিল টেক্সাসে। মৃত্যু হয়েছিল বহু মানুষের। এখনও সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তার মধ্যেই আমেরিকার আরও দুই শহরে বন্যা পরিস্থিতি তৈরি হল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.