Advertisement
Advertisement
Pakistan

বাড়ির অমতে বিয়ের ‘শাস্তি’ খুন! পাকিস্তানে ‘অনার কিলিং’-এর হাড়হিম ভিডিও ভাইরাল

ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ১১ জনকে।

Horrific honour killing sparks huge outrage in Pakistan

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:July 22, 2025 5:19 pm
  • Updated:July 22, 2025 7:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবারের সম্মতি ছাড়াই বিয়ে করেছিলেন এক তরুণ-তরুণী। এই ‘অপরাধে’ই তাঁদের হত্যা করার অভিযোগ উঠেছে। আর এহেন ‘অনার কিলিং’-এর ঘটনায় তোলপাড় পাকিস্তান। এখনও পর্যন্ত এই ঘটনায় ১১ জনের গ্রেপ্তারির কথা জানা গিয়েছে। ভাইরাল হয়ে গিয়েছে হত্যাকাণ্ডের হাড়হিম ভিডিও।

Advertisement

ভিডিওয় দেখা গিয়েছে, প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তি ওই তরুণ ও তরুণীকে গুলি করে মারছে। মরুভূমির মতো এলাকায় একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। আশপাশে দাঁড়ানো মানুষরা ছিলেন সেই ঘটনার নীরব দর্শক। নিহত দুই তরুণ-তরুণীর নাম বানো বিবি ও আহসান উল্লা। জানা গিয়েছে, বিয়েতে মত ছিল না বানোর পরিবারের। কিন্তু এরপরও তাঁরা বিয়ে করেন। আর তারপরই তাঁদের হত্যা করা হয় বলে অভিযোগ।

ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেছে সংবাদ সংস্থা এপি। সেখানে বানোকে বলতে শোনা গিয়েছে, ”আমার সঙ্গে সাত কদম চলুন, তারপরই কেবল আমাকে গুলি করতে পারবেন।” তিনি ঠিক কী কারণে এমন মন্তব্য করেন, তা এখনও জানা যায়নি। এরপর দেখা গিয়েছে এক ব্যক্তি এগিয়ে এসে সামনে থেকে তিনটি গুলি করেন। এরপর ওই তরুণী মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তিনি গুলি করেন তরুণটিকেও। ভিডিওর একেবারে শেষে দেখা যায় তাঁরা দু’জনেই মাটিতে পড়ে রয়েছেন। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ।

এবছরের শুরুতে আরও একটি হত্যাকাণ্ডে শিউরে উঠেছিল পাকিস্তান। নিজের ১৫ বছরের মেয়ে, যে একজন মার্কিন নাগরিক, তাকে গুলি করে খুন করেন এক ব্যক্তি। ভিডিওটি টিকটকে পোস্টও করে দেন। বছরে অন্তত ১ হাজারটি ‘অনার কিলিং’-এর ঘটনা ঘটে পাকিস্তানে। এর মধ্যেই নতুন করে তোলপাড় ফেলল নতুন হত্যাকাণ্ড।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement