Advertisement
Advertisement
Operation Sindoor

এখনও কি পাকিস্তানেই দাউদ? অপারেশন সিঁদুরের পর বাড়ছে জল্পনা

২০২৩ সালে দাউদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পরে যায়।

How Dawood Ibrahim stuck in Pakistan as India launches Operation Sindoor
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:May 9, 2025 8:46 pm
  • Updated:May 9, 2025 8:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের প্রত্যাঘাতে কাঁপছে পাকিস্তান। ভারতীয় জওয়ানদের অপারেশন সিঁদুর প্রতিহত করার চেষ্টা বিফলে গিয়েছে পাক ফৌজের। এই যুদ্ধ পরিস্থিতিতে জল্পনা জোরাল হচ্ছে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণ হামলার মূলচক্রী দাউদ ইব্রাহিমকে নিয়ে। এতদিন পরিবার নিয়ে করাচিতেই লুকিয়ে ছিল এই আন্ডারওয়ার্ল্ড ডন। কিন্তু পাকিস্তানে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর ভাঙতে ভারতে অভিযান শুরু হতেই নাকি বেপাত্তা দাউদ! আবার কোনও কোনও সংবাদমাধ্যম দাবি করছে করাচি ছেড়ে পাকিস্তানেরই অন্য শহরে গা ঢাকা দিয়ে রয়েছে। ফলে সব মিলিয়ে দাউদকে নিয়ে এখন সংশয় বাড়ছে। 

একটি সূত্র বলছে, ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের জেরে আফ্রিকা কিংবা দুবাইতে পালিয়ে গিয়েছে দাউদ। আবার এক অসমর্থিত সূত্রের দাবি, এই উত্তেজনামূলক পরিস্থিতিতে পাকিস্তানেই রয়েছে ভারতের মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন। তবে করাচি ছেড়ে অন্যত্র লুকিয়ে রয়েছে সে। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে করাচি বন্দরে বড়সড় হামলা চালিয়েছে ভারত বলে খবর। ফলে দাউদকে নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে দাউদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। একাধিক পাক সংবাদমাধ্যম দাবি করে তাকে বিষ খাওয়ানো হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে। অবস্থা আশঙ্কাজনক। সেই সময় দাউদকে নিয়ে শোরগোল পরে যায় সর্বত্র। পাকিস্তানজুড়ে তৎপরতা শুরু হয়। লাহৌর, করাচি, ইসলামাবাদের মতো শহরে তড়িঘড়ি কড়া সতর্কতা জারি হয়। পাকিস্তানের বিভিন্ন শহরে ইন্টরনেটের সার্ভার ডাউন হয়ে যায়। কাজ করছিল না এক্স হ্যান্ডল, ফেসবুক ও ইনস্টাগ্রামও। অনেকেই বলেছিলেন দাউদের খবর লুকতেই ইন্টারনেট পরিষেবায় ব্যাঘাত ঘটানো হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement