Advertisement
Advertisement
Donald Trump

‘কিম কী করছে?’ মসনদে বসেই দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনাদের প্রশ্ন ট্রাম্পের

এমন মন্তব্য ঘিরে শোরগোল নেট ভুবনে।

'How's Kim Jong Un doing', US president Donald Trump asks first question to US troops

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:January 22, 2025 2:08 pm
  • Updated:January 22, 2025 2:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ জুন ২০১৮। একটি সম্পর্কের সূচনা হয়েছিল। সিঙ্গাপুরে এক ঐতিহাসিক বৈঠকে হাত মিলিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন। এবার মসনদে ফিরেই ‘বন্ধু’র খবর নিলেন বর্ষীয়ান রিপাবলিকান নেতা।

Advertisement

শপথ নেওয়ার পরই দক্ষিণ কোরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে ট্রাম্পকে। আর সেই সময়ই ভিডিও কনফারেন্সে তিনি যা বলেন তা শুনে হাসিতে গড়িয়ে পড়েন অনেকে। ট্রাম্পকে বলতে শোনা যায়, ”কিম জং উন কেমন আছেন? কী চলছে ওখানে? আমার সঙ্গে অবশ্য ওঁর সম্পর্ক খুবই ভালো। কিন্তু মানুষটা কড়া ধাতের।”

এমন মন্তব্য ঘিরে শোরগোল নেট ভুবনে। এই ধরনের প্রশ্ন ‘পাগলামির শামিল’ বলে মন্তব্য করেছেন কোনও কোনও নেটিজেন। আবার কেউ লিখেছেন, ‘কোনটা বেশি চমকপ্রদ, প্রশ্নটা নাকি উনি এমন প্রশ্ন করাটা সঠিক বলে মনে করছেন সেটা? কূটনৈতিক জিনিয়াস!’

বলে রাখা ভালো, প্রথম জমানায় বহুল সমালোচিত মার্কিন প্রেসিডেন্টের বিদেশনীতির ক্ষেত্রে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হয় কিম-ট্রাম্প সাক্ষাৎকে। সেই বৈঠকে পারস্পারিক সহযোগিতার বার্তা দেন দুই রাষ্ট্রপ্রধানই। দুই দেশের প্রধানের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। তবে তার মধ্যে প্রধান ছিল পারমাণবিক শক্তি। বৈঠক শেষে কিম পরমাণু পরীক্ষা বন্ধ করা নিয়ে আলোচনায় রাজিও হন। যদিও সব মিলিয়ে ২০২১ সাল পর্যন্ত হওয়া তিনটি বৈঠকের পরও দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনও স্থায়ী পরিবর্তন দেখা যায়নি। তবু কিমের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বের সম্পর্ক মজবুত হয়েছিল। ট্রাম্প ২.০-তে কি সেই বন্ধুত্ব কোনও নতুন মোড় নেবে? এই জল্পনার মাঝেই এমন মন্তব্য শোনা গেল বিতর্কিত রিপাবলিকান নেতার মুখে?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement