সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সেলিব্রেশন ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল প্যারিস। প্রাণ হারালেন অন্তত ২ জন। আহতের সংখ্যা ২০০ পেরিয়েছে। অন্তত সাড়ে পাঁচশো গ্রেপ্তার হয়েছেন ফ্রান্সের রাজধানীতে। প্যারিসের এমন ভয়ংকর পরিস্থিতি দেখে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিতালিয়েউর মন্তব্য, বর্বররা প্যারিসের রাস্তার দখল নিয়েছে।
শনিবার মিউনিখে ইন্টার মিলানকে ৫-০ উড়িয়ে দিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে প্যারিস সাঁ জাঁ। সেই ম্যাচ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা ছিল প্যারিসের দু’টি স্টেডিয়ামে। অন্তত ৫০ হাজার পিএসজি সমর্থক সেখানে ম্যাচ দেখতে গিয়েছিলেন। ম্যাচ শেষে অশান্তির আশঙ্কা থাকায় আগে থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল এই দুই স্টেডিয়ামের বাইরে। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর সেলিব্রেশনে মত্ত জনতার সামনে কার্যত খড়কুটোর মতো উড়ে যায় পুলিশবাহিনী।
ম্যাচ শেষ হওয়ার পরেই পথে নেমে উন্মত্তের মতো সেলিব্রেশনে মাতেন প্যারিসের আমজনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। তবে তাতে লাভ হয়নি। সেলিব্রেশনের নামে একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পোড়ানো হয় বাস স্ট্যান্ডের মতো একাধিক সরকারি পরিকাঠামোয়। পুলিশকে লক্ষ্য করে মশাল ছোড়া হয়। সারারাত ধরে সবমিলিয়ে একশো’রও বেশি জায়গায় আগুন ধরে যায়।
রণক্ষেত্র প্যারিসে এমন ভয়ংকর সেলিব্রেশন চলাকালীনই দু’জনের মৃত্যু হয়েছে। প্যারিস প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১৭ বছর বয়সি এক কিশোরকে কুপিয়ে খুন করা হয়েছে। তবে তার সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সেলিব্রেশনের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও সেলিব্রেশন চলাকালীন গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ট্রফি জয়ের সেলিব্রেশনে এমন হিংসার ছবি দেখে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়েছেন, “পিএসজির প্রকৃত সমর্থকরা দলের জয় উদযাপন করছেন। কিন্তু প্যারিসের রাস্তা চলে গিয়েছে বর্বরদের দখলে। একের পর এক অন্যায় করে চলেছে আর প্রশাসনকে উসকানি দিচ্ছে।” পিএসজি তারকারা বারবার ভক্তদের শান্ত থাকতে অনুরোধ জানিয়েছেন। তবে সেই প্রচেষ্টাও ব্যর্থ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.