Advertisement
Advertisement

Breaking News

Donald Trump

‘ভারত-পাক-সহ ৭টি যুদ্ধ থামিয়েছে’, এবার রাষ্ট্রসংঘে কৃতিত্বের দাবি ট্রাম্পের

আর কী বললেন তিনি?

I ended 7 unendable wars including India and Pak: Donald Trump says at UN
Published by: Subhodeep Mullick
  • Posted:September 23, 2025 9:46 pm
  • Updated:September 23, 2025 9:46 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লি একাধিকবার তাঁর দাবি খারিজ করেছে। কিন্তু তা-ও থামার লক্ষণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করলেন তিনি। শুধু তাই নয়, ভারত-পাক-সহ বিশ্বের মোট ৭টি যুদ্ধ থামানোর দাবিও করলেন মার্কিন প্রেসিডেন্ট। 

Advertisement

মঙ্গলবার রাষ্ট্রসংঘের ৮০তম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, “আমি মোট ৭টি যুদ্ধ থামিয়েছি। অনেকে বলেছিলেন এগুলি অপ্রতিরোধ্য। কিছু কিছু যুদ্ধ ৩১ বছর ধরে চলেছিল। একটি চলছিল ৩৬ বছর ধরে। সবকটি যুদ্ধই ভয়াবহ ছিল। হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। কোনও নেতাই এগুলি থামানোর প্রচেষ্টা করেননি।” এমনকী রাষ্ট্রসংঘকেও কটাক্ষ করতে ছাড়েননি ট্রাম্প। তিনি বলেন, “রাষ্ট্রসংঘ এই যুদ্ধগুলি থামানোর চেষ্টা করেনি।” ভারত-পাকিস্তান ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট যে যুদ্ধগুলির উল্লেখ করেছেন সেগুলি হল – থাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইজরায়েল-ইরান, মিশর-ইথিওপিয়া এবং রাওয়ান্ডা-কঙ্গো।      

ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের এই দাবি প্রথম নয়। সংঘর্ষবিরতির দিন থেকেই এই বিষয়ে কৃতিত্ব দাবি করে আসছেন তিনি। যদিও ভারত সরকারের একাধিক প্রতিনিধি, এমনকী খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির কথাই বলেন। তৃতীয়পক্ষ মধ্যস্থতা করেননি বলেও জানান। এমনকী সম্প্রতি ফোনেও ট্রাম্পকে সেকথা সরাসরি স্পষ্ট করে দেন মোদি। গত শনিবার আমেরিকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একইকরম দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকী তখন নোবেলের দাবিও করেন তিনি। এই পরিস্থিতিতে এবার রাষ্ট্রসংঘে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করলেন ট্রাম্প।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ