Advertisement
Advertisement

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, মৃত বহু

ভয়াবহ বিস্ফোরণে আবারও কেঁপে উঠলো পাকিস্তান৷

IED blast in Pakistan kills 12, injures many
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 21, 2017 11:48 am
  • Updated:January 21, 2017 11:48 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণে আবারও কেঁপে উঠল পাকিস্তান৷ শনিবার সকালে পাকিস্তানের কুররাম এজেন্সির একটি বাজারে এই বিস্ফোরণ ঘটে৷ পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ১২ জনের৷ আহত শতাধিক৷ স্থানীয় প্রশাসন জানিয়েছে, সকাল প্রায় ৮টা ৫০ নাগাদ ভয়াবহ বিস্ফোরণ ঘটে৷ ঈদগাহ বাজারে ঘটা বিস্ফোরণের পিছনে তেহরিক-ই-তালিবান জঙ্গি গোষ্ঠীর হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পাক সেনা৷ ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা৷ পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অবস্থিত কুররাম এজেন্সি, তালিবান জঙ্গিদের চারণভূমি৷ উত্তর ওয়াজিরিস্তানে ২০১১ সালে তালিবানের বিরুদ্ধে অপারেশন জারব-ই-আজাব শুরু করে পাকিস্তানি সেনা৷ তারপর থেকেই ক্রমাগত জঙ্গি হামলার নিশানায় কুররাম এজেন্সি৷

Advertisement

(পাকিস্তানে জোড়া বিস্ফোরণে মৃত ১০)

সন্ত্রাস নিয়ে দু’মুখো নীতির খেসারত এবার দিতে হচ্ছে ইসলামাবাদকে৷ আইএসআই ও পাক সেনার মদতপুষ্ট তালিবানি জঙ্গিরাই আজ ইসলামাবাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে৷ উল্লেখ্য, তেহরিক-ই-তালিবানের লাগাতার জঙ্গি হানায় বহুবার রক্তাক্ত হয়েছে পাকিস্তান৷ ২০১৪ সালে পেশোয়ারের একটি স্কুলে হামলা চালিয়ে প্রায় ১৩২ জন নিরীহ ছাত্রকে হত্যা করেছিল জঙ্গিরা৷

পাকিস্তানের ছত্রছায়ায় বিলাসবহুল জীবন কাটাচ্ছে মুজাহিদিন জঙ্গি নেতা

ভারতে হামলা চালাতে জঙ্গিদের এক কোটি টাকা ‘ইনাম’ পাকিস্তানের

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস