সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংঘর্ষবিরতি না করলে গাজার বেশ কিছু অংশ দখল করা হবে। এবার কড়া সুরে হামাসকে হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, সংঘর্ষবিরতি না মানলে হামাসকে শেষ করে দেওয়ার। এবার ইজরায়েলের নয়া হুঁশিয়ারিতে কার্যত নরকে পরিণত হওয়া গাজায় নতুন করে আশঙ্কার মেঘ।
সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁর মন্ত্রীদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেন। সেখানেই তিনি জানান, হামাসকে ফের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হবে। যদি সেই প্রস্তাব তারা খারিজ করে সেক্ষেত্রে গাজা উপত্যকার বেশ কিছু এলাকা ইজরায়েল নিজের দখলে নিয়ে নেবে। তবে হামাসের দাবি, তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে জোর করে চুক্তিতে সই করানোর চেষ্টা করা হচ্ছে।
এই ইস্যুতে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, হামাস বরাবরই শান্তিবৈঠকে অনিচ্ছুক। এই পরিস্থিতিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে দ্রুত ‘গাজা পরিষ্কার করার’ বার্তা দিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, “হামাস আসলে কোনও চুক্তি করতে চায় না। আমার মনে হয়, তারা মরতেই চাইছে।” হুঁশিয়ারির সুরে ট্রাম্প জানিয়েছেন, “হামাস যদি এই শর্তে রাজি না হয়, তা হলে ফল ভালো হবে না।” হামাসকে সংঘর্ষবিরতির জন্য যে শর্ত দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে নিঃশর্ত ভাবে সকল বন্দিকে মুক্তি দেবে হামাস। তার বিনিময়েই হবে যুদ্ধবিরতি।
যদিও সেই শর্ত মানতে রাজি হয়নি হামাস। সূত্রের খবর, হামাসের দাবি ছিল তেল আভিভের স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ছাড়া একতরফাভাবে সমস্ত ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দিতে রাজি নয় তারা। হামাসের অভিযোগ, ইজরায়েলকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মদত দিচ্ছে আমেরিকাই। এহেন পরিস্থিতির মাঝেই এবার গাজা দখলের হুঁশিয়ারি দিল ইজরায়েল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.