Advertisement
Advertisement
IMF

দেউলিয়া হতে বসা পাকিস্তানকে ঋণ দিতে নারাজ IMF! গভীর সংকটে ইসলামাবাদ

পাকিস্তানের মুদ্রাস্ফীতি ছুঁয়েছে নয়া নজির।

IMF rejects loan request from Pakistan। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:June 3, 2023 1:29 pm
  • Updated:June 3, 2023 1:32 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্দশা বেড়েই চলেছে পাকিস্তানের। আকাশ ছুঁয়েছে দ্রব্যমূল্য। গত এক বছরে সেদেশের মুদ্রাস্ফীতি বেড়েছে ৩৭.৯৭ শতাংশ। পাকিস্তান (Pakistan) পিছনে ফেলে দিয়েছে শ্রীলঙ্কাকেও। এর মধ্যেই নতুন দুঃসংবাদ! আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF-এর ঋণ পাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে স্বাভাবিক ভাবেই ইসলামাবাদের সংকট ভয়ংকর অবস্থায় পৌঁছেছে।

Advertisement

শাহবাজ শরিফের আবেদন অগ্রাহ্য করে ঋণের অনুরোধ প্রত্যাখ্যান করেছে আইএমএফ। বিশেষজ্ঞদের মতে, এমতাবস্থায় পাকিস্তানের পক্ষে ফের নতুন করে আবেদন করা ছাড়া আর কোনও পথই খোলা নেই। উল্লেখ্য, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কাছ থেকে ৬.৫ বিলিয়ন মার্কিন ডলার পাওয়ার কথা ছিল পাকিস্তানের। কিন্তু এর জন্য অনেক শর্ত চাপিয়েছিল আইএমএফ। যা কম করার আবেদন করেছিল পাক প্রশাসন। কিন্তু তা খারিজ করে ঋণের আবেদন প্রত্যাখ্যান করে দিয়েছে আইএমএফ। স্বাভাবিক ভাবেই বড়সড় বিপদে পাকিস্তান। এই পরিস্থিতিতে পাকিস্তানের অর্থ প্রতিমন্ত্রী আয়েশা পাশা জানাচ্ছেন, পাকিস্তানের সামনে এখন ফের আইএমএফের কাছে ফেরা ছাড়া কোনও রাস্তাই নেই।

[আরও পড়ুন: ওড়িশা ট্রেন দুর্ঘটনা: ভিডিও কলে স্ত্রীর সঙ্গে শেষ কথা, বাড়ি ফেরা হল না বর্ধমানের সফিকের]

এদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিলেও সেই অর্থও পায়নি ইসলামাবাদ। বার্ষিক মুদ্রাস্ফীতির তথ্য অনুযায়ী, এশিয়ার কোনও দেশেরই পরিস্থিতি পাকিস্তানের মতো খারাপ নয়। মে মাসে সংকটে জর্জরিত শ্রীলঙ্কার মুদ্রাস্ফীতি রয়েছে ২৫.২ শতাংশে। সেখানে পাকিস্তান পৌঁছে গিয়েছে ৩৭.৯৭ শতাংশে।

[আরও পড়ুন: কংগ্রেস ছাড়তে চলেছেন শচীন পাইলট, গড়বেন নয়া দল! সঙ্গী পিকে!]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ