সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়া আসিম মুনিরের বিরুদ্ধে আগেই বিস্ফোরক হয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ‘জঙ্গলের রাজা’ বলে কটাক্ষ করেছিলেন তাঁকে। এবার ফের কারাবন্দি ইমরান মুখ খুললেন মুনিরের বিরুদ্ধে। তাঁকে কাঠগড়ায় তুলে তিনি দাবি করলেন, তাঁর স্ত্রী বুশরা বিবিকে অন্যায়ভাবে নিশানা করা হয়েছে। ইমরানের আমলে আইএসআইয়ের ডিরেক্টর জেনারেলের পদ থেকে সরানো হয়েছিল মুনিরকে। তারই প্রতিশোধ নিচ্ছেন ‘প্রতিহিংসাপরায়ণ’ সেনাপ্রধান।
এক্স হ্যান্ডলে ইমরানকে লিখতে দেখা গিয়েছে, ‘প্রধানমন্ত্রী থাকাকালীন আমি জেনারেল আসিম মুনিরকে আইএসআইয়ের ডিজি পদ থেকে সরিয়ে দিই। এরপরই উনি আমার স্ত্রী বুশরা বিবির সঙ্গে যোগাযোগ করেন বিষয়টিতে মধ্যস্থতা করার আর্জি জানিয়ে। কিন্তু উনি তা করতে অসম্মত হন। জানিয়ে দেন এই বিষয়ের সঙ্গে ওঁর কোনও সম্পর্ক নেই। দেখা করতেও রাজি নন তিনি। জেনারেল আসিম মুনির একটাই প্রতিহিংসাপরায়ণ, যে পরে তিনি বুশরা বিবিকে ১৪ মাস জেলে বন্দি করে রাখেন। সেখানে ওঁর উপরে অমানবিক নির্যাতন হয়েছিল। যেভাবে ব্যক্তিগত ক্ষোভের শিকার হয়ে টার্গেট হতে হয়েছিল আমার স্ত্রীকে, তা নজিরহীন। পাকিস্তানের একনায়কতন্ত্রের অন্ধকারতম অধ্যায়েও এমন কিছু ঘটেনি।’
তাঁর দাবি, বুশরার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে, তার সপক্ষে কোনও প্রমাণই মেলেনি। অথচ একটার পর একটা ভুয়ো অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাঁকে। এর বিরুদ্ধেই এবার ক্ষোভ উগরে দিলেন ইমরান। এমনকী গত চার সপ্তাহ ধরে বুশরা বিবির সঙ্গে তাঁর দেখাও হয়নি বলে দাবি করছেন পিটিআই নেতা। তাঁর অসহায় মন্তব্য, ‘বুশরা একজন সাধারণ নাগরিক। একজন গৃহবধূ, যাঁর কোনও রাজনৈতিক যোগই নেই।’
উল্লেখ্য, এই আসিম মুনিরই একসময় ইমরান খানের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। কিন্তু ক্ষমতার লোভে ইমরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে শরিফকে প্রধানমন্ত্রী পদে বসানোর নেপথ্যে অনেকে মুনিরের হাত দেখেন। এবার তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.