Advertisement
Advertisement
Palestine

প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি, প্রস্তাব পাশ রাষ্ট্রসংঘে! সমর্থনেই ভোট নয়াদিল্লির

আমেরিকা ও ইজরায়েলের মতো কিছু দেশ বিরোধিতা করলেও পাশ হয়ে গিয়েছে প্রস্তাব।

In big move, India votes in favour of Palestine's statehood at UN
Published by: Biswadip Dey
  • Posted:September 13, 2025 10:55 am
  • Updated:September 13, 2025 10:57 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে ভোট দিল ভারত। শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ভোটাভুটিতে সব মিলিয়ে ১৪২টি দেশ প্যালেস্টাইনের পূর্ণ সদস্যপদের পক্ষে সায় দিয়েছে। যার মধ্যে ভারত অন্যতম। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ১০টি দেশ। ভোটদান থেকে বিরত থাকল ১২টি দেশ।

Advertisement

এদিনের ভোটে যারা বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের মধ্যে আমেরিকা ও ইজরায়েল ছাড়াও রয়েছে আর্জেন্টিনা, হাঙ্গেরি, পাপুয়া নিউ গিনি, প্যারাগুয়ের মতো দেশগুলি। গৃহীত প্রস্তাবে ইজরায়েল ও প্যালেস্টাইনের দ্বন্দ্ব মেটাতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের কথাই বলা হয়েছে। বলা হয়েছে, শান্তিপূর্ণ ও দীর্ঘকালীন পর্যায়ে শান্তি ফেরানোর কথা।

২০২২ সালের ৭ অক্টোবর হামাস হামলা চালায় ইজরায়েলে। সেই হামলায় ১২০০ মানুষের মৃত্যু হয়। পণবন্দি করে নিয়ে যাওয়া হয় ২৫০ জনকে। এরপরই গাজা ভূখণ্ডে পালটা হামলা চালায় ইজরায়েলি সেনা। এখনও পর্যন্ত সেই হামলায় ৬০ হাজার মানুষের প্রাণ গিয়েছে। অনাহার ও অপুষ্টিতে মৃত্যুর প্রহর গুনছে শিশু-সহ বহু মানুষ। এই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘে যে প্রস্তাব গৃহীত হল সেখানে গাজাকে হামাসের নিয়ন্ত্রণমুক্ত করার কথাই বলা হয়েছে। তবে এর আগে ২০১৫ থেকে ২০২৩, এই সময়কালে রাষ্ট্রসংঘে দেড়শোর বেশি প্রস্তাব গৃহীত হয়েছে ইজরায়েলের বিরুদ্ধে। কিন্তু এরপরও তেল আভিভের গাজার প্রতি আচরণে কোনও পরিবর্তন দেখা যায়নি। বরং সাম্প্রতিক সময়ে ত্রাণের লাইনে দাঁড়ানো সাধারণ প্যালেস্তিনীয়দের দিকে ইজরায়েলি সেনার গুলি চালানোর অভিযোগ উঠেছে বারবার। হামাস নিধন যজ্ঞে নেমে গাজাকে কার্যত ‘নরকে’ পরিণত করেছে ইজরায়েল। গোটা গাজা হয়ে উঠেছে আস্ত ধ্বংসস্তূপ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ